.png)

রিভার্স চার্জিং কী? জেনে নিন কেন এটি এতো কাজে লাগে
Published : ১১:২১, ১১ আগস্ট ২০২৫
আমাদের প্রতিদিনের ব্যবহৃত ডিভাইসগুলোর ব্যাটারি লাইফ কখনোই যথেষ্ট মনে হয় না। চার্জ কমে এলে আমরা হন্যে হয়ে সমাধান খুঁজি। কিন্তু মাঝেমধ্যে আমরা একেবারেই খেয়াল করি না এসব ডিভাইসের পাওয়ার লেভেলের দিকে। সবচেয়ে অপ্রত্যাশিত সময়েই ডিভাইসের চার্জ শেষ হয়ে যায়- যেমন জিমে যাওয়ার পথে বা ডে-কেয়ার থেকে বাচ্চা আনতে যাওয়ার সময়। দরকারি মুহূর্তে ব্যাটারি না থাকাটা ভীষণ বিরক্তিকর। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই আছে এক চমৎকার উপায়।
রিভার্স চার্জিং-এর নাম হয়তো শুনেছেন। আধুনিক ডিভাইস, বিশেষ করে স্মার্টফোন ও ইয়ারবাডসে থাকা এই ফিচারটির কথা অনেকেই জানেন না। অথচ যাদের ব্যাটারি ম্যানেজমেন্ট ভালো নয়, তাদের জন্য এটি হতে পারে একদম ত্রাণকর্তা।
তাহলে চলুন, এই ফিচার নিয়ে সংক্ষিপ্ত একটি পাঠ দিই এবং দেখাই কেন এটি এত জরুরি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে শুধু একটি ইউএসবি-সি চার্জিং ক্যাবল, আর শেষে থাকবে তিনটি অপশন।
রিভার্স চার্জিং কীভাবে কাজ করে?
রিভার্স চার্জিং হলো এমন একটি ক্ষমতা, যেখানে স্মার্টফোন (বা অন্য ডিভাইস) কোনও চার্জার, ওয়াল সকেট বা পাওয়ার ব্যাংক ছাড়াই আরেকটি ডিভাইসে চার্জ সরবরাহ করতে পারে। সহজ করে বললে, আপনি আপনার আইফোন দিয়ে এয়ারপডস চার্জ করতে পারবেন। এটি ওয়্যারলেসভাবেও করা যায়, তবে বেশিরভাগ সময় একটি উপযুক্ত চার্জিং ক্যাবল দিয়েই করা হয়।
আমি নিজেও প্রায়ই এটা ব্যবহার করি- যখন আমার ফিটনেস হেডফোনের চার্জ প্রায় শেষ হয়ে আসে এবং লম্বা ওয়ার্কআউটের জন্য একটু বাড়তি পাওয়ার দরকার হয়। তখন প্রি-ওয়ার্কআউট স্ট্রেচ করার সময় এগুলোকে গুগল পিক্সেল ৯-এ লাগিয়ে রাখি।
রিভার্স চার্জিং নিয়ে একটি ভুল ধারণা
অনেকেই মনে করেন, রিভার্স চার্জিং ক্যাবল স্মার্টফোনেই পাওয়া যায়। আসলে বেশিরভাগ পোর্টেবল ডিভাইসেই এই ফিচার থাকে। আপনি ল্যাপটপ দিয়ে স্মার্টফোন বা ওয়্যারলেস ইয়ারবাডস চার্জ করতে পারবেন। এমনকি আইফোন দিয়েও পোর্টেবল স্পিকার (বিটস পিল কাশি কাশি) চার্জ দেওয়া সম্ভব।
অনেক ভালোমানের পোর্টেবল ব্লুটুথ স্পিকারে বিল্ট-ইন পাওয়ার ব্যাংক থাকে, যা দিয়ে ছোট ডিভাইস চার্জ করা যায়। যেগুলোতে এই সুবিধা নেই, সেগুলো স্মার্টফোনের সাহায্যে চার্জ নিতে পারে।
ওয়্যারলেস রিভার্স চার্জিং কী?
ওয়্যারলেস রিভার্স চার্জিং জনপ্রিয় করার কৃতিত্ব স্যামসাং-এর। তাদের পাওয়ার শেয়ার প্রযুক্তি কয়েক বছর আগে গ্যালাক্সি স্মার্টফোনে প্রথম আসে, যেখানে শুধু ফোনের পেছনে ডিভাইসটি রেখে দিয়েই চার্জ দেওয়া যায়। এর মাধ্যমে স্যামসাং স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডসসহ অন্যান্য অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইস (আইফোন, এয়ারপডস) চার্জ করা সম্ভব।
গুগল, হুয়াওয়ে, শাওমি- সবাই এখন তাদের নতুন স্মার্টফোনে এই ফিচার দিচ্ছে। তাই আপনার ইয়ারবাডসের চার্জ যখন শেষের পথে, আর পকেটে রাখা একদম নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৭ -এর ব্যাটারি টগবগ করছে- তখন এটি কাজে লাগিয়ে দিতে পারেন।
সূত্র: ম্যাশেবল
এমএএইচ