একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে নয়, রয়েছে নিরাপত্তা ঝুঁকি
Published : ১৬:৪২, ২৩ ডিসেম্বর ২০২৫
অনলাইনে একাধিক সেবা ব্যবহারের ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করা অনেকের অভ্যাস। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ব্যবহারকারীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহারের ফলে যেসব বিপদের আশঙ্কা থাকে-
১. একটি অ্যাকাউন্ট আক্রান্ত হলে অন্যগুলোর ঝুঁকি
কোনও একটি অ্যাপ বা অনলাইন সেবার নিরাপত্তায় ত্রুটি দেখা দিলে বা পাসওয়ার্ড ফাঁস হলে একই পাসওয়ার্ড ব্যবহারের কারণে সাইবার অপরাধীরা খুব সহজেই ব্যবহারকারীর অন্যান্য অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। এতে একসঙ্গে একাধিক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়।
২. ই-মেইল অ্যাকাউন্ট দখলের ভয়
ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার পেলে হামলাকারীরা বিভিন্ন অনলাইন সেবার পাসওয়ার্ড পুনরুদ্ধারের সুযোগ পায়। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম, কেনাকাটা কিংবা আর্থিক সেবার অ্যাকাউন্টও ধাপে ধাপে ঝুঁকিতে পড়ে।
৩. আর্থিক লেনদেন ও ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে
অনলাইন ব্যাংকিং বা কেনাকাটার সেবায় একই পাসওয়ার্ড ব্যবহার করলে অননুমোদিত লেনদেন, আর্থিক তথ্য ফাঁস কিংবা অর্থ আত্মসাতের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৪. ফাঁস হওয়া পাসওয়ার্ডের স্বয়ংক্রিয় অপব্যবহার
সাইবার অপরাধীরা সাধারণত স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করে ফাঁস হওয়া পাসওয়ার্ড বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটে পরীক্ষা করে। ফলে একই পাসওয়ার্ড থাকলে অল্প সময়ের মধ্যেই একাধিক অ্যাকাউন্ট আক্রান্ত হতে পারে।
৫. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার আশঙ্কা
সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দখল হলে ভুয়া পরিচয়ে বার্তা পাঠানো, পরিচিতদের সঙ্গে প্রতারণা কিংবা অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
৬. গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঝুঁকি
ব্যক্তিগত ও অফিসের কাজে একই পাসওয়ার্ড ব্যবহারের ফলে ব্যক্তিগত কোনও নিরাপত্তাত্রুটি থেকেই কর্মস্থলের ই-মেইল, গুরুত্বপূর্ণ নথি বা অভ্যন্তরীণ ব্যবস্থায় অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়।
৭. অ্যাকাউন্ট পুনরুদ্ধারে জটিলতা
একই পাসওয়ার্ড ব্যবহারের কারণে একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে আক্রান্ত হলে সেগুলো পুনরুদ্ধার করতে বাড়তি সময় ও সতর্কতা প্রয়োজন হয়। এতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে পারেন।
এমএএইচ

















