বৃহস্পতিবার; ১৫ জানুয়ারি ২০২৬; ১ মাঘ ১৪৩২

ব্যবহারকারীর প্রাইভেসি বাড়াতে হোয়াটসঅ্যাপে নম্বরের বদলে ইউজারনেম ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ব্যবহারকারীর প্রাইভেসি বাড়াতে হোয়াটসঅ্যাপে নম্বরের বদলে ইউজারনেম

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫২, ১০ জানুয়ারি ২০২৬

হোয়াটসঅ্যাপ তার চ্যাট লিস্টে প্রাইমারি কানেকশন ডিসপ্লে হিসেবে ইউজারনেম পরীক্ষা করছে। এখন ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম দেখানো হবে। এতে ব্যাবহারকারীর প্রাইভেসি বাড়বে। ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই কানেক্ট করতে পারবেন। ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই পরীক্ষা সীমিত ব্যবহারকারীদের মধ্যে চালানো হচ্ছে। ইউজারনেম ফিচার ইতিমধ্যে চালু। এখন এটি প্রাইমারি ডিসপ্লে হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপ বলেছে, এটি ব্যবহারকারীদের প্রাইভেসি এবং কনভিনিয়েন্স বাড়াবে। ফিচারটি বিশ্বব্যাপী চালু হলে ফোন নম্বরের গুরুত্ব কমবে।

এই পরিবর্তন হোয়াটসঅ্যাপকে আরও আধুনিক করবে। ব্যবহারকারীরা ইউজারনেম দিয়ে সার্চ এবং কানেক্ট করতে পারবেন। প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের কাছে এটি জনপ্রিয় হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ