.png)

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে থাকছে প্রযুক্তির চমক
Published : ১০:২৫, ৫ মে ২০২৫
সার্চ জায়ান্ট গুগলের সবচেয়ে বড় আয়োজন গুগল আই/ও ২০২৫ শুরু হচ্ছে ২০ মে। গুগলের সর্বশেষ উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলা ধরা হয় এ আয়োজনে। সম্মেলনে প্রাধান্য পেতে পারে এআই প্রযুক্তি। পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও থাকেছে বড় ধরনের চমক বলে জানা গেছে।
অ্যান্ড্রয়েড ১৬
শুধু অ্যান্ড্রয়েডের জন্য থাকছে পৃথক একটি আয়োজন- অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ। এটি হবে আই/ও শুরু হওয়ার এক সপ্তাহ আগে, তথা ১৩ মে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম প্রেসিডেন্ট সামীর সামাত অ্যান্ড্রয়েড ১৬ সম্পর্কে বিস্তারিত বলবেন। গুগলের পক্ষ থেকে জানানো হয়, অ্যান্ড্রয়েড ১৬ বছরের মাঝামাঝি নাগাদ উন্মুক্ত হবে। নতুন সংস্করণে যুক্ত হতে পারে লাইভ অ্যাক্টিভিটিজের মতো অনগোয়িং নোটিফিকেশন এবং ক্লাউড স্টোরেজ সাপোর্টেড আপডেটেড ফটো ফিচার।
অ্যান্ড্রয়েড এক্সআর
এরকম প্রকল্প যেমন- গুগল গ্লাস, ড্রিম ও কার্ডবোর্ড ইত্যাদি ইতোপূর্বে ব্যর্থ হয়েছে। কিন্তু এতোকিছুর পরে আবারও বাজারে আসছে অ্যান্ড্রয়েড এক্সআর। তবে এবারের উদ্যোগটি পরিচালিত করবে গুগলের জেমিনি এআই। স্যামসাংয়ের সঙ্গে যৌথভাবে তৈরি হচ্ছে একটি এক্সআর হেডসেট — প্রজেক্ট মুহান, যা এবছরেই উন্মোচিত হওয়ার সম্ভাবনা আছে। গুগলের লক্ষ্য হলো এক্সআর প্রযুক্তিকে আরও কার্যকর ও স্মার্ট করে তোলা।
এআই, জেমিনি ও প্রজেক্ট অ্যাস্ট্রা
সম্প্রতি গুগল নিজেকে এআই প্রতিষ্ঠানের দিকে পরিচালিত করছে। ফলে আই/ও ২০২৫-এ জেমিনি এআইভিত্তিক নতুন ফিচার যেমন এআই ওভারভিউ ও এআই মোডের আপডেট আসতে পারে। পাশাপাশি প্রজেক্ট মেরিনার নামে একটি ওয়েব ব্রাউজিং এজেন্টের ঘোষণা আসার সম্ভাবনাও আছে। এই প্রকল্পের মধ্যে বিশেষ একটি হলো প্রজেক্ট অ্যাস্ট্রা। এটি একটি মাল্টিমোডাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা ছবি দেখে ও বুঝে কথা বলতে পারে। গত বছর এর ডেমোতে প্রযুক্তিটি চমক সৃষ্টি করলেও এখন পর্যন্ত তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। তবে এবার এর আরও উন্নত সংস্করণ থাকতে পারে।
ওয়্যার ওএস ও অন্যান্য
গত ইভেন্টে ওয়্যার এএস নিয়ে তেমন কিছু না থাকলেও, এবার ওয়্যার ওএস ৫.১ নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। এছাড়া ২০২৩ সালে চালু হওয়া গুগলের স্মার্ট নোট-টেকিং অ্যাপ নোটবুকএলএম -এর মোবাইল সংস্করণ এবারের আয়োজনের প্রথমেই উন্মোচিত হতে পারে।
এমএএইচ