মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

অ্যান্ড্রয়েডের পরবর্তী ফিচার মোবাইলকে বানাবে ডেস্কটপ কম্পিউটার ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অ্যান্ড্রয়েডের পরবর্তী ফিচার মোবাইলকে বানাবে ডেস্কটপ কম্পিউটার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫০, ৩ মে ২০২৫

এবার ফোনকে পকেট পিসি বানানো নিয়ে কাজ করছে গুগল। অ্যান্ড্রয়েড ১৬ -এর একটি বেটা সংস্করণকে গুগলের নতুন অ্যান্ড্রয়েড ডেস্কটপের একটা প্রাক্তন সংস্করণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।  যেখানে মোবাইল ফোনকে একটা মনিটরের সঙ্গে সংযুক্ত করে সেটাকে সম্পূর্ণ ডেস্কটপ কম্পিউটারের মতো ব্যবহার করা যাবে।

সম্প্রতি অ্যান্ড্রয়েড অথোরিটির মিশাল রহমান নামে একজন রিপোর্টার তার গুগল পিক্সেল ৮ প্রো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ১৬ বেটার ডেভেলপার অপশন থেকে এই কাজটি করে দেখিয়েছেন। সেখানে দেখা যায় ফোনকে ইউএসবি-সি দিয়ে সংযুক্ত করার পর সেটা ডেস্কটপ এর মতো কাজ করছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানিয়েছে, ফিচারটা অনেকটাই স্যামসাংয়ের ডেএক্স ফিচারের মতো। অ্যান্ড্রয়েডের ডেস্কটপ মোডে  ডিসপ্লের উপরে একটা স্ট্যাটাস বার আছে যেখানে ওয়াই-ফাই -এর সিগনাল দেখা যাবে। নিচে আছে একটা টাস্ক বার যেখানে উইন্ডোজের স্টার্ট মেনু পাওয়া যাবে।  রয়েছে একটা অ্যাপ ড্রায়ার। অ্যান্ড্রয়েড ১৬-তে এই ফিচারটা নাও আসতে পারে সে ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১৭-তে এটা আসবে বলে আশা করা যাচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ