মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

ক্যাপকাটের মতো নিজস্ব ভিডিও এডিটর আনলো ইনস্টাগ্রাম ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্যাপকাটের মতো নিজস্ব ভিডিও এডিটর আনলো ইনস্টাগ্রাম

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৪, ২৩ এপ্রিল ২০২৫

এডিটস নামে টিকটকের ক্যাপকাটের আদলে নিজস্ব স্ট্যান্ড অ্যালোন ভিডিও এডিটর আনলো ইনস্টাগ্রাম। জানুয়ারি মাসে প্রথম ঘোষণা দেওয়ার পরে সম্প্রতি এটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে উন্মুক্ত করলো  প্রতিষ্ঠানটি।

এডিটসকে ভিডিও ক্রিয়েশন অ্যাপ ডিজাইন ফর ক্রিয়েটার্স নামে অভিহিত করা হয়েছে।  এরমধ্যে যেসব টুল রয়েছে তার মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্র্যাকিং নোটস অ্যান্ড আইডিয়াস এবং ডাটা অন ভিডিও পারফরমেন্স ইত্যাদি। এছাড়া আরও কিছু অ্যাডভান্স এডিটিং টুল আছে যা রেগুলার ইনস্টাগ্রাম অ্যাপে পাওয়া যাবে না। যেমন স্থির ছবি থেকে এই এনিমেশন তৈরি, গ্রিন স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং সাবজেক্ট কাট-আউট ইত্যাদি।

সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, এডিটিংয়ের এই ফিচারটি হুবহু টিকটকের মতো। টিকটক এবং ক্যাপকাট যখন প্রথম আমেরিকার স্টোরে আসে তখনই ইনস্টাগ্রামের এই অ্যাপটির প্রথম ঘোষণা আসে। এ থেকেই বোঝা যায় যে, ক্যাপকাটকে সরাসরি প্রতিদ্বন্দ্বী মনে করে মেটা। সম্প্রতি এডিটস আরও নতুন কিছু এআই ফিচার নিয়ে কাজ করছে। আশা করা যায় ভবিষ্যতে সেগুলো ইনস্টাগ্রামে অন্তর্ভুক্ত হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ