.png)

সেবার মানের দিকে বেশি নজর দেবে বাংলালিংক
Published : ১০:৫০, ২৯ এপ্রিল ২০২৫
বাংলালিংকের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে গত ৬ এপ্রিল বাংলাদেশে তার দায়িত্ব বুঝে নিয়েছেন। বিভিন্ন দেশের টেলিকম অপারেটরে কাজ করা অভিজ্ঞ বুসে এবার প্রথমবারের মতো টেলিকম ও প্রযুক্তি খাতের গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলেন। সোমবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে মিট দ্য সিইও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ইয়োহান বুসের সঙ্গে উপস্থিত ছিলেন অপারেটরটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
মিট দ্য সিইও অনুষ্ঠানের শুরুতে টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি সমীর কুমার দে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে শুভেচ্ছা জানান। সবশেষ ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি হিটলার এ. হালিম ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। এসমই তিনটি সংগঠনের পক্ষ থেকেই ইওহান বুসের জন্য শুভ কামনা জানানো হয়।
বক্তব্যের শুরুতেই নিজের ক্যারিয়ারের দীর্ঘ সময়ের উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন ইওহান বুসে। এরপর একটি উপস্থাপনার মাধ্যমে নিজের পথচলার চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। জানালেন, উচ্চ করচাপ আর তরঙ্গ মূল্য নিয়ে বাংলাদেশের টেলিকম খাতের স্থিতি এবং নতুন বিনিয়োগের ঝুঁকির বিষয়। ১০০ টাকার মধ্যে সাড়ে ৫৪ টাকাই যায় ট্যাক্সে। বাকি সাড়ে ৪৫ টাকা দিয়ে পুরো ব্যবসায় পরিচালনা অনেক কঠিন একটা কাজ।
তিনি বলেন, এখনই সেবা মূল্য কমানোর চেয়ে আমরা সেবার মানের দিকে বেশি নজর দেবো। আমরা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে কম দামেই সেবা দিই। এখানে ব্যবসায়ে ব্যয় অনেক বেশি।
এমএএইচ