মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

বিশাল স্টোরেজের মোবাইল ফোন অনার এক্স৮সি ছবি- সংগৃহীত

বিশাল স্টোরেজের মোবাইল ফোন অনার এক্স৮সি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৭, ৪ মে ২০২৫

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার এক্স৮সি স্মার্টফোন উন্মোচন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য স্মার্টফোনটিতে নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক ফিচার ও নান্দনিক ডিজাইন।  

সুন্দর ও স্পষ্ট ছবির জন্য অনার এক্স৮সির ক্যামেরায় রয়েছে এআই-পাওয়ারড ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার নাইট ফটোগ্রাফি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও এফএইচডি+ রেজ্যুলেশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিআম্পিয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপারচার্জ ব্যবস্থা। 

স্মার্টফোনটির উন্মোচন নিয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, যারা দুর্দান্ত ক্যামেরা ও বিশাল স্টোরেজের টেকসই ফোন ব্যবহার করতে চান, এমন সব তরুণদের জন্যই আমরা নিয়ে এসেছি অনার এক্স৮সি।

তরুণরা যেন তাদের পছন্দের ছবি, গেমস ও অ্যাপস স্বাচ্ছন্দ্যে সংরক্ষণ ও ব্যবহার করতে পারেন তাই, স্মার্টফোনটিতে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮+৮ এক্সটেন্ডেড) । স্মার্টফোনটির ম্যাজিক-ওএস ৯.০ পাওয়ারড সিস্টেম নিশ্চিত করবে চমৎকার এআই অভিজ্ঞতা। এছাড়া, এক্স৮সি আইপি৬৪ পানি ও ধুলা প্রতিরোধী এবং এটি ৩৬০ ডিগ্রি ওয়াটার প্রোটেকশন প্রদান করে।

দেশের বাজারে মার্স গ্রিন, মুনলাইট হোয়াইট ও মিডনাইট ব্ল্যাক রঙে ফোনটি পাওয়া যাচ্ছে ৩৪ হাজার ৯৯৯ টাকায়।

এমএএইচ

শেয়ার করুনঃ