.png)

নকিয়া নিয়ে এলো ক্রেজি সামার অফার
Published : ০৯:৪৭, ২১ মে ২০২৫
তীব্র গরমে জনজীবনে যখন হাঁসফাঁস অবস্থা তখন মনে শীতল পরশ বুলিয়ে দিতে বিশ্বখ্যাত মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া নিয়ে এলো ক্রেজি সামার অফার। অফার চলাকালীন নকিয়ার দু’টি মডেলের স্মার্ট ফোনের সঙ্গে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ারবাডের মতো আকর্ষণীয় গিফট। বাংলাদেশে নকিয়ার একমাত্র অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত নকিয়ার দুটি মডেলের স্মার্টফোনের সঙ্গে এই অফরটি দেওয়া হচ্ছে।
নকিয়ার একটি ফোন বাজেট সাশ্রয়ী, অপরটি মধ্যম রেঞ্জের ফোন। বাংলাদেশে নকিয়ার একমাত্র অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত এই মডেল দুটি সম্প্রতি বাজারে এসেছে।
নকিয়ার সি৩২ (৭*জিবি+৬৪জিবি) ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০ বাই ১৬০০। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনের সাথে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস। এই রেঞ্জের দামের মধ্যে গ্লাস ব্যাকের ফোন এটাই প্রথম। ক্যারোকাল ব্ল্যাক এবং অটাম গ্রিন এই দুটি কালারের মডেলটির দাম ১৩ হাজার ৪৯৯ টাকা।
অপর মডেল সি২২ (৫*জিবি+৬৪ জিবি) ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজুলিউশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স আর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫০০০ এমএএইচ ব্যাটারির এই মডেলে আছে মজবুত মেটাল চ্যাসিস, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট এবং পলিকার্বনেট ব্যাক। ফোনের সঙ্গে থাকছে টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস উপহার। ব্ল্যাক এবং স্যান্ড এই দুটি কালারের মডেলের ফোনটির দাম ৯ হাজার ৯৯৯ টাকা।
এমএএইচ