বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আইএসপিএবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে ছবি: ইনফোটেকইনসাইট ডট কম

আইএসপিএবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১১:০৫, ১৭ মে ২০২৫

দেশের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন আজ শনিবার (১৭ মে) সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ভোট গ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকাল থেকে ভোট কেন্দ্র ও আশেপাশের এলাকায় অসংখ্য ভোটারদের উচ্ছ্বাস ও উপস্থিতি লক্ষ করা গেছে। ভোট কেন্দ্রের বাইরে সমর্থকদের শ্লোগান শোনা যাচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে।  

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে নয়জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে একটিই পূর্ণাঙ্গ প্যানেল। আইএসপি ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম। প্যানেলের অন্য সদস্যরা হলেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কে এস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, রেড ডাটা প্রাইভেট লিমিটেডের সিইও মইনউদ্দিন আহমেদ, ওয়ানস্কাই কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, অন্তরঙ্গ ডট কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্কের সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল হক খান এবং  ইনভেনশন টেকনোলজিস্ট লিমিটেডের সিইও মোহাম্মদ মিঠু হাওলাদার।

সাধারণ ক্যাটাগরিতে অন্য প্রার্থীরা হলেন ব্রিক সিস্টেমের মো. শরিফুল ইসলাম, আলফা নেটওয়ার্কের ইরফান উদ্দিন, এডিএন টেলিকম লিমিটেডের আজারুল হক চৌধুরী, এক্সজর্ডর সাব্বির আহমেদ এবং লিংক থ্রি টেকনোলজিস্ট লিমিটেডের মোহাম্মদ রেজাউল ইসলাম।

সহযোগী সদস্যদের চার পদের বিপরীতে প্রার্থী হিসেবে রয়েছেন- স্পিড টেক অনলাইনের মোহাম্মদ নাসির উদ্দিন, সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য, প্যানডোরা টেকনোলজির মো. ইমদাদুল হক, সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম, ফিস্যা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন, ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ, প্রগতি আইটির মো. শাহাজান, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসাইন, এমএস জুবায়ের আইটি এক্সপার্টের এমডি জুবায়ের ইসলাম এবং তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন।

আইএসপিএবির সাধারণ শ্রেণিতে ভোটার সংখ্যা ২৬৩ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা ৫৯৯।

আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী। সদস্য হিসেবে রয়েছেন রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন।

এমএএইচ

শেয়ার করুনঃ