.png)

গুগল আই/ও সম্মেলন আজ রাতে
Published : ১৬:০৪, ২০ মে ২০২৫
গুগলের বার্ষিক সম্মেলন গুগল আই/ও ২০২৫ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২০ মে)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে বাংলাদেশ সময় রাত ১১টায় বসবে এ আসর। দুদিনের সম্মেলনে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিসসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের সম্মেলনে গুগলের জেমিনিসহ বিভিন্ন এআই প্রযুক্তি নিয়েই মূলত বেশি আলোচনা হবে। ফলে সম্মেলনে জেমিনির আপডেটেড ভার্সন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। ডিপমাইন্ডের প্রজেক্ট অ্যাস্ট্রা, লার্নএলএম এবং আরও কিছু নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে সম্মেলনে। স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এক্সআর হেডসেটের একটি নমুনা দেখানো হতে পারে বলে আলোচনা রয়েছে।
সম্মেলনে জিমেইল, গুগল ক্রোম, গুগল প্লে স্টোর এবং ক্লাউড প্রযুক্তিসহ এআইনির্ভর বিভিন্ন সেবার ঘোষণা দিতে পারে গুগল। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন সরাসরি সম্প্রচার করা হবে গুগলের ইউটিউব চ্যানেলে।
এমএএইচ