.png)

ভয়েস রিপ্লাই-সহ আরও ফিচার এনেছে ইউটিউব
Published : ১৭:২৭, ২১ মে ২০২৫
ক্লিপসে ভয়েস রিপ্লাইসহ শর্টসের জন্য কুইজ স্টিকার ফিচার আনলো ইউটিউব। ব্যবহারকারীদের ইন্টাঅ্যাকশনে নতুন মাত্রা যোগ করতে আকর্ষণীয় নতুন দু’টি ফিচার যুক্ত করলো প্রতিষ্ঠানটি। কুইজ স্টিকারের মাধ্যমে শর্টসের ক্লিপসের ভেতর কাস্টমাইজেবল কোশ্চেন স্টিকার যোগ করা যাবে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ওয়ান-ক্লিক স্টিকারের মাধ্যমে ক্রিয়েটররা তার দর্শকদের জন্য কুইজের ব্যবস্থা করতে পারবে। এতে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে তারা ভবিষ্যতে আরও দর্শক চাহিদা সম্পন্ন কনটেন্ট তৈরি করতে পারবে। ভিডিও কনটেন্টের মাধ্যমে দর্শকদের জানার পরিধিও পরীক্ষা করা যাবে। এটাকে ব্যবহার করে অনেক কিছু করার সুযোগ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া ভয়েস রেসপন্স ফিচারকে অ্যান্ড্রয়েডের জন্যও সম্প্রসারিত করেছে ইউটিউব। গত বছর ডিসেম্বরে ফিচারটা শুধু আইওএসের জন্য চালু করা হয়েছিল। তবে এটা এখনও সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
এমএএইচ