বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই তিন মাসের মধ্যে কমবে ইন্টারনেটের দাম: আসিফ মাহমুদ ছবি- সংগৃহীত

দুই তিন মাসের মধ্যে কমবে ইন্টারনেটের দাম: আসিফ মাহমুদ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৫:৫৩, ১৭ মে ২০২৫

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইন্টারনেটের দাম কমিয়ে জনগণের ব্যবহার উপযোগী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে  এই আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আইআইজি ও এনটিটিএন পর্যায়ে দাম কমানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যে গ্রাহক তার সুফল পাবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। এসময় আরও উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের আইসিটি খাতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনটি কয়েক সপ্তাহের মধ্যে পাস হবে। তখন সাইবার স্পেসে নারীদের সুরক্ষা দিতে সক্ষম হবো। তিনি বলেন, ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রাধান্য দেওয়া হবো। সবুজ পাতা নামের যে উদ্যোগ সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রসঙ্গত, ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মে দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটি উপলক্ষে বিটিআরসি প্রাঙ্গণে মেলা, ডাক টিকেট অবমুক্তকরণ ও হ্যাকাথন প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়েছে।

পুরস্কার পেলো যারা

পুরস্কার নিচ্ছেন এস এম ইমদাদুল হক

পুরস্কার নিচ্ছেন এস এম ইমদাদুল হক  

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষ্যে হ্যাকাথন বিজয়ী ৫টি দল এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪টি দল, তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ক্যাটাগরিতে ৩টি সহ মোট ১০টি পুরস্কার দেওয়া হয়। ব্যক্তি শ্রেণীতে পুরস্কার প্রাপ্ত তিনজন হলেন- কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার এ. মামুন এবং ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক।

পুরস্কারপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩, শপ আপ ও উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।

এছাড়া ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩১তম নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ বিজয়ী দল, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সিবিশন কম্পিউটিশন ২০২৪-এ স্বর্ণজয়ী বাংলাদেশী দল, একই বছরে গ্রিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ বিজয়ী দল এবং দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে অনিুষ্ঠিত ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও সিলভার বিজয়ী হাসিন ইশরাক চৌধুরী ত্বহা-কে এই সম্মাননা দেওয়া হয়। 

এমএএইচ

শেয়ার করুনঃ