বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ২৬ জুলাই ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ২৬ জুলাই

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:১৯, ১৮ মে ২০২৫

হঠাৎ করে স্থগিত হওয়া ই-ক্যাব নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন করে ঘোষিত নির্বাচনের তারিখ হলো ২৬ জুলাই। ১৮ মে (রবিবার) নির্বাচন বোর্ড চেয়ারম্যান তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত সংশোধিত তফসিল থেকে এ তথ্য জানা গেছে।

দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। তবে গত ১৪ মে হঠাৎ করে নির্বাচন বোর্ড নির্বাচন স্থগিত ঘোষণা করে।

নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, সব কাগজপত্র ঠিক থাকার পরও যারা ভোটার হতে পারেননি তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে  আগের তফসিল অনুযায়ী একই তফসিলের মধ্যে ২৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ মার্চ সংশোধিত তফসিল ঘোষণা অনুযায়ী, স্থগিত হওয়া নির্বাচন তফসিলের ৬ নং ক্রমিক অনুযায়ী, যেসব ই-ক্যাব সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন তাদের পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে না। এছড়া ঘোষিত তফসিলের ১১ ধারা অনুযায়ী, গত ৮ মে প্রকাশিত বৈধ প্রার্থী তালিকায় যারা অন্তর্ভুক্ত আছেন তাদের নতুন করে মনোনয়নপত্র কেনা বা জমা দেওয়ার প্রয়োজন নেই। এ কারণে এখন নির্বাচন কমিশন প্রার্থিতা প্রত্যাহার থেকে কাজ শুরু করবে বলে জানা গেছে।  

 

এমএএইচ

শেয়ার করুনঃ