বৃহস্পতিবার; ২২ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন ক্রিয়েটিভ অপশন যুক্ত হলো মেটার এডিটস অ্যাপে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন ক্রিয়েটিভ অপশন যুক্ত হলো মেটার এডিটস অ্যাপে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩১, ১৪ মে ২০২৫

কথা দিয়ে কথা রাখার কাজ করছে মেটা। টিকটকের আদলে তাদের বের করা এডিটস অ্যাপে ধারাবাহিকভাবে নতুন নতুন ফিচার যোগ করে চলেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নতুন কিছু ক্রিয়েটিভ ফিচার এনেছে এডিটস অ্যাপে।

নতুন আপডেটগুলোর ভিতরে বিট মার্কার ফিচারের মাধ্যমে অডিওর তালের সঙ্গে ভিডিও ক্লিপকে সহজে সিংক করতে সাহায্য করবে। অর্থাৎ ক্লিপের সঙ্গে অডিওকে খুব সুন্দরভাবে তাল মিলিয়ে একটি মনোমুগ্ধকর কম্পোজিশন তৈরি করবে। এছাড়া, ইন্সপিরেশন ট্যাবে নতুন অডিও এবং স্টাইল রেপ্লিকেশন টুলস এবং অ্যানিমেশন ও ফিল্টার অপশন যুক্ত হয়েছে।

সংবাদমাধ্যম সোশ্যালমিডিয়াটুডে জানায়, ২২ এপ্রিল উন্মোচনের পর থেকে মেটা ইতমধ্যে দুটি আপডেট প্রকাশ করেছে। ভবিষ্যতে এআই-চালিত ব্যাকগ্রাউন্ড এডিটিং, স্টিল ইমেজ এনিমেশন, কোলাবোরেশন টুলস এবং ক্লিপের কনটেক্সট পরিবর্তনের ফিচার যুক্ত হবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। তবে বিনামূল্যে অ্যাপ হলেও এআই ফিচারের জন্য চার্জ লাগতে পারে।

এমএএইচ

শেয়ার করুনঃ