.png)

জুন মাসে ঢাকায় বিপিও সম্মেলন
Published : ১৫:৩০, ২০ মে ২০২৫
দেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম বড় আয়োজন বিপিও সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। জুনের ২১ ও ২২ তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর ক্যান্টমেন্টের (মাটিকাটা চেকপোস্টের পাশে) সেনা প্রাঙ্গণে। এবারের সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে বিপিও ২.০: রেভুলেশন টু ইনোভেশন।
সম্প্রতি বিপিও সম্মেলনের এই ঘোষণা দেওয়া হয়েছে। যদিও সংগঠনটি কাজ শুরু করেছে অনেক আগে থেকে। দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকছে থিমেটিক সেশন, উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা, ক্যারিয়ার উৎসব, শিল্পপ্রদর্শনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সম্প্রতি সংগঠনটির ফেসবুক পেজে আয়োজনের বিষয়ে জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, এবারের সম্মেলনটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সম্মেলনের কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত থাকবে।
সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিপিও ও আইসিটি খাতের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, বিশ্বের ১৫টি দেশ থেকে অতিথিরা আসবেন সম্মেলনে যোগ দিতে।
উল্লেখ্য, এর আগেও দেশে বিপিও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এবার প্রথমবারের মতো এই আয়োজনের আসর বসছে। সম্মেলনে দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, বিদেশের বাজারে বাংলাদেশের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যায় সেসবের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এমএএইচ