.png)

বিডিনগ-১৯ এর কর্মশালা শুরু, সম্মেলন শনিবার
Published : ১০:৩২, ২১ মে ২০২৫
ঢাকায় শুরু হয়েছে বিডিনগ-১৯ এর কার্যক্রম। বুধবার (২১ মে) থেকে শুরু হয়েছে কর্মশালা, চলবে ২৩ মে পর্যন্ত। আগামী ২৪ মে গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে বিডিনগ-১৯ কনফারেন্স। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বিডিনগ সম্মেলন ও কর্মশালা।
বিডিনগ-১৯তম আসরে তিন দিন কারিগরি কর্মশালা ও একদিন বিডিনগ সম্মেলন অনুষ্ঠিত হবে বরাবরের মতো। এবারের কর্মশালায় ইন্টারনেট প্রকৌশলীদের অ্যাডভান্সড বিজিপি রাউটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী শনিবার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব নাহিদ আফরোজ। উপস্থিত থাকবেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, বিডিনগের সভাপতি নাদির বিন আলী প্রমুখসহ দেশি-বিদেশি আরও অতিথি।
বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ নিয়ে নিয়মিতভাবে এ সম্মেলন আয়োজন করছে বিডিনগ।
বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, সম্মেলন উপলক্ষে ইন্টারনেটের ব্যবহারিক এবং অ্যাকাডেমিক রিসার্চের ওপরে স্থানীয় প্রকৌশলীদের কাছ থেকে যেসব গবেষণাপত্র আহ্বান করা হয়েছে সেগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে।
এমএএইচ