.png)

আইএসপিএবি নির্বাচন শনিবার, ১৩ পদের বিপরীতে ২৪ প্রার্থী
Published : ১৮:১৮, ১৫ মে ২০২৫
দেশের ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন আগামী শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে। রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে নয়জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে একটিই পূর্ণাঙ্গ প্যানেল। আইএসপি ইউনাইটেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম। প্যানেলের অন্য সদস্যরা হলেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কে এস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, রেড ডাটা প্রাইভেট লিমিটেডের সিইও মইনউদ্দিন আহমেদ, ওয়ানস্কাই কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, অন্তরঙ্গ ডট কম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন, সার্কেল নেটওয়ার্কের সিইও মাহবুব আলম রাজু, মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল হক খান এবং ইনভেনশন টেকনোলজিস্ট লিমিটেডের সিইও মোহাম্মদ মিঠু হাওলাদার।
এম এ হাকিম জানিয়েছেন, আইএসপি অ্যাসোসিয়েশন বিকেন্দ্রীকরণ করা হবে। ঢাকা ছাড়া অন্য ৭টি বিভাগে অ্যাসোসিয়েশনের কোনও অফিস নেই। বিভাগীয় শহরগুলোতে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অফিস স্থাপন করা হবে। তিনি বলেন, আইএসপি খাতে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আইএসপি অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে সদস্যদের জন্য একটি লিগ্যাল হেল্প ডেস্ক চালু করবো। এখানে আইনজীবী এবং আইন প্রয়োগকারী সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। তারা সদস্যদের কোনও সহায়তার প্রয়োজন হলে সহায়তা দেবেন। এসব ছাড়াও আরও পরিকল্পনা রয়েছে আইএসপি ইউনাইটেড প্যানেলের।
সাধারণ ক্যাটাগরিতে অন্য প্রার্থীরা হলেন এডিএন টেলিকম লিমিটেডের আজহারুল হক চৌধুরী, ব্রিক সিস্টেমের মো. শরিফুল ইসলাম, আলফা নেটওয়ার্কের ইরফান উদ্দিন, এক্সজর্ড’র সাব্বির আহমেদ এবং লিংক থ্রি টেকনোলজিস্ট লিমিটেডের মোহাম্মদ রেজাউল ইসলাম।
সহযোগী সদস্যদের চার পদের বিপরীতে প্রার্থী হিসেবে রয়েছেন- স্পিড টেক অনলাইনের মোহাম্মদ নাসির উদ্দিন, সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য, প্যানডোরা টেকনোলজি’র মো. ইমদাদুল হক, সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম, ফিস্যা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন, ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ, প্রগতি আইটির মো. শাহাজান, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসাইন, এমএস জুবায়ের আইটি এক্সপার্টের এমডি জুবায়ের ইসলাম এবং তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন।
আইএসপিএবির সাধারণ শ্রেণিতে ভোটার সংখ্যা ২৬৩ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা ৫৯৯।
আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী। সদস্য হিসেবে রয়েছেন রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন।
এমএএইচ