বুধবার; ২১ মে ২০২৫; ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশে দুটি মডেলের ল্যাপটপ নিয়ে এলো টেকনো ছবি- সংগৃহীত

দেশে দুটি মডেলের ল্যাপটপ নিয়ে এলো টেকনো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩২, ১৫ মে ২০২৫

দেশের বাজারে নতুন দুটি ল্যাপটপ- টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস নিয়ে এলো টেকনো। ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করতে এই ডিভাইসগুলোতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার। 

পারফরমেন্স এবং পোর্টেবিলিটি নিশ্চিত করতে টেকনো টিওয়ান১৪ ল্যাপটপে রয়েছে ইন্টেল ১৩তম জেনারেশন কোর হাই-এন্ড প্রসেসর; ফলে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দুর্দান্ত পারফরমেন্স। এই ল্যাপটপ দিয়ে সহজেই করা যাবে মাল্টিটাস্কিং। এই ল্যাপটপে আরও আছে ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৩৫০ নিটস ব্রাইটনেস (উজ্জ্বলতা) এবং টিইউভি আই কমফোর্ট সার্টিফিকেশনসহ একটি ১৪-ইঞ্চি স্ক্রিন। দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর চাপ পড়বে না, পাওয়া যাবে আরামদায়ক অভিজ্ঞতা।

মেগাবুক টিওয়ান১৪ ডিভাইসের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ওজন মাত্র ১.৩৯ কেজি। মাত্র ১৪.৮ মিলিমিটার পুরু বডির এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং একটি বিশাল ৭৫ ওয়াট পার আওয়ারের ব্যাটারি। দ্রুত পাওয়ার বুস্টের জন্য এই ল্যাপটপে আরও আছে ৬৫ ওয়াট জিএএন সুপার-ফাস্ট চার্জার।

অন্যদিকে, মেগাবুক কে১৬এস ল্যাপটপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা নির্ভরযোগ্য পারফরমেন্স উপভোগ করতে পারেন। স্টাইলিশ, সম্পূর্ণ মেটাল লাইটওয়েট ডিজাইন সহ এই ল্যাপটপটি ব্যবহারকারীদের জন্য মেগা পারফরমেন্সের প্রতিশ্রুতি দেয়। নিরবছিন্ন পারফরমেন্স নিশ্চিত করতে এই ডিভাইসে আছে এএমডি র‍্যাডিয়ন গ্রাফিক্স এবং এএমডি রাইজেন ৫৭৪৩০ইউ প্রসেসর যা সেগমেন্টে দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করবে।

কে১৬এস ডিভাইসে আরও রয়েছে ৯১% স্ক্রিন-টু-বডি অনুপাত এবং ১৬:১০ গোল্ডেন রেশিও সহ ১৬-ইঞ্চি এফএইচডি ডিসপ্লে, যা দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। এই ডিভাইসের সাথে থাকছে ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল (সম্প্রসারণযোগ্য) মেমোরি।

টেকনো মেগাবুক টিওয়ান১৪ এই মডেলের ল্যাপটপের দাম ৬৩ হাজার টাকা এবং টেকনো মেগাবুক কে১৬এস এই মডেলের ল্যাপটপের দাম ৫২ হাজার ৫০০ টাকা।

এমএএইচ

শেয়ার করুনঃ