মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

ওয়ালটন নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ টিক ছবি- সংগৃহীত

ওয়ালটন নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ টিক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৮, ২৬ এপ্রিল ২০২৫

ওয়ালটন নিয়ে এলো তাদের নতুন স্মার্টওয়াচ টিক এএমএক্স১৩। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ। স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোল এর জন্য ওয়ালটনের টিক এএমএক্স১৩ স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েজ।

নতুন এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে যা দিচ্ছে আরও উন্নত কালার আউটপুট এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এতে রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন এবং সাথে দু'টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ যা ক্যাজুয়াল ও প্রফেশনাল উভয় ব্যবহারের জন্যই মানানসই। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ওয়ালটন টিক অ্যাপ ডাউনলোড করে গ্রাহকরা সহজেই তাদের স্মার্টফোনের সঙ্গে টিক এএমএক্স১৩ ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।

হেলথ ও ফিটনেস মনিটরিংয়ে টিক এএমএক্স১৩ স্মার্টওয়াচ একটি সত্যিকারের অল-ইন-ওয়ান সলিউশন। এতে রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ রয়েছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার। এছাড়া থাকছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধাহার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং।

স্মার্ট অ্যাসিস্ট্যান্টযুক্ত এই স্মার্টওয়াচে রয়েছে মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, এমনকি ওমেন্স হেলথ রিমাইন্ডারের মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও। টিক এএমএক্স১৩ স্মার্টওয়াচটি ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিংধারী হওয়ায় বর্ষাকাল বা ঘামযুক্ত পরিবেশেও এটি অনায়াসে ব্যবহারযোগ্য। পাশাপাশি এতে রয়েছে শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচার যা স্মার্টওয়াচটিকে  করে তোলে ভার্সেটাইল এবং অলরাউন্ড ইউজের জন্য আদর্শ।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন,  ওয়ালটন সব সময় গ্রাহকের চাহিদা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের টিক এএমএক্স১৩ স্মার্টওয়াচটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকের আধুনিক জীবনের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে।

এই স্মার্টওয়াচে থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

এমএএইচ

শেয়ার করুনঃ