দুর্দান্ত গতির ল্যাপটপ লেনোভোর আইডিয়া-প্যাড প্রো ফাইভ-আই
Published : ১৭:৩৬, ৩ ডিসেম্বর ২০২৫
তরুণ প্রজন্ম বা কনটেন্ট ক্রিয়েটরদের মনোযোগ কাড়তে গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভোর আইডিয়া প্যাড প্রো ফাইভ-আই। একে ল্যাপটপ বললে ভুল বলা হবে, এটি আসলে এআই প্রযুক্তির এক বিস্ট, যা আপনার কাজের অভিজ্ঞতাকে রকেটের গতিতে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।
কেন এই ল্যাপটপটি ক্রিয়েটরদের জন্য সেরা? চমকপ্রদ ডিসপ্লে। এর ১৪ ইঞ্চির ২.৮-কে ওএলইডি ডিসপ্লে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের কালার গ্রেডিংয়ের জন্য একদম নিখুঁত। অবিশ্বাস্য পারফরমেন্স, লেটেস্ট ইন্টেল অ্যারো লেক কোর আল্ট্রা ৯ প্রসেসর এবং ৩২ জিবি র্যামের সমন্বয়ে মাল্টিটাস্কিং হবে চোখের পলকে। সাথের জিপিইউ সফটওয়্যারগুলোকে অনায়াসেই পরিচালনা করতে সক্ষম।
যেকোনও পরিস্থিতিতেও অটুট: মিলিটারি গ্রেড সার্টিফাইড হওয়ায় ভ্রমণপিপাসু ভ্লগার বা ডেভেলপাররা প্রতিকূল আবহাওয়াতেও নিশ্চিন্তে কাজ করতে পারবেন।
এছাড়া থাকছে ডলবি অ্যাটমস সাউন্ড, ওয়াই-ফাই ৭ -এর সুপার ফাস্ট ইন্টারনেট এবং উইন্ডোজ ১১ প্রো-এর সুবিধা। লুনা গ্রে কালারের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ১ লাখ ৭৫ হাজার টাকায়, সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
এমএএইচ

















