বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

আগামী মাসে আসতে পারে স্যামসাংয়ের ট্রাইফোল্ড ফোন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আগামী মাসে আসতে পারে স্যামসাংয়ের ট্রাইফোল্ড ফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩২, ১৩ নভেম্বর ২০২৫

স্যামসাং ট্রাইফোল্ড স্মার্টফোনের ঘোষণা করেছে। নাম দিয়েছে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড। ফোনটি আগামী মাসে বাজারে আসতে পারে। এটি স্যামসাংয়ের ফোল্ডেবল লাইনআপে নতুন সংযোজন। ডিজাইনটি তিনটি প্যানেল নিয়ে গঠিত। এতে কাভার ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। অভ্যন্তরীণ ডিসপ্লে ১০ ইঞ্চি। ফোনটি কোরিয়ায় ডিসেম্বরে আসতে পারে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এর কাভার ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা দুই হাজার ৬০০ নিটস। অভ্যন্তরীণ ডিসপ্লের পিক উজ্জ্বলতা এক হাজার ৬০০ নিটস। মূল ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের। ব্যাটারি হলো ৫৪৩৭ এমএএইচের। প্রসেসর স্ন্যাপড্রাগন এসওসি। প্যানেলের পুরুত্ব ৩.৯ মিমি থেকে ৪.২ মিমি। ভাঁজ করলে মোট পুরুত্ব ১২.১ মিমি। এটি হুয়াওয়ের ট্রাইফোল্ডের চেয়ে পাতলা।

ফোনটির দাম হতে পারে প্রায় ৩ হাজার ডলার। স্যামসাং এখনও প্রাতিষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়নি। এই ডিভাইস ফোল্ডেবল বাজারে নতুন একটি মাত্রা যোগ করবে। ব্যবহারকারীরা বড় স্ক্রিন এবং উন্নত ফিচার উপভোগ করবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ