শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

বিদেশ থেকে বিনা শুল্কে আনা যাবে যেসব প্রযুক্তি পণ্য প্রযুক্তি পণ্য। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিদেশ থেকে বিনা শুল্কে আনা যাবে যেসব প্রযুক্তি পণ্য

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:৩৭, ১৯ জুন ২০২৫

বিদেশ থেকে ফেরার সময় যাত্রীরা সাধারণত নিজের পরিবার, আত্মীয়স্বজন বা বন্ধুদের জন্য উপহার হিসেবে বিভিন্ন পণ্য এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি প্রযুক্তি পণ্য নিয়ে আসেন। এজন্য সরকার ব্যাগেজ রুলসের মাধ্যমে কিছু সুবিধা প্রদান করে, যার ফলে নির্দিষ্ট পরিমাণ পণ্য বিনা শুল্কে বা শুল্ক-কর পরিশোধ করে আনা যায়। সরকার প্রতি দুই-এক বছর পর পর ব্যাগেজ রুলসে পরিবর্তন আনে এবং এবারের বাজেটেও কিছু পরিবর্তন করা হয়েছে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো:

বিনা শুল্কে প্রযুক্তি পণ্য আনার নিয়ম-

১২ বছর বা তার বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবেন। অন্যদিকে, ১২ বছরের কম বয়সী যাত্রী ৪০ কেজি ওজনের ব্যাগেজ বিনা শুল্কে আনতে পারবেন।

বিনা শুল্কে আনা যাবে এমন প্রযুক্তি পণ্যের তালিকা-

দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি নতুন মোবাইল ফোন (বছরে একবার), ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ভিডিও ক্যামেরা, স্টিল বা ডিজিটাল ক্যামেরা, ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, সিডি ও স্পিকারসহ মিউজিক সিস্টেম।

এমএএইচ

শেয়ার করুনঃ