.png)

নকিয়া ১১০০ ফিরলো নর্ড মিনি নামে
Published : ১৭:৩৯, ২ আগস্ট ২০২৫
বহুল জনপ্রিয় নকিয়া ১১০০ নর্ড মিনি নামে আবারও ফিরে এসেছে। ফিরেই বাজারে হইচই ফেলে দিয়েছে। ভারতীয় বাজারে পুরোনো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে নকিয়া আবারও অ্যান্ড্রয়েড মার্কেটে পা রেখেছে। সম্প্রতি তারা একটি মিনি অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করেছে। এ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
এই ফোনটি মূলত একটি কিপ্যাড মোবাইল, তবে এতে অ্যান্ড্রয়েডের প্রায় সব আধুনিক ফিচার ব্যবহার করা যাবে। শক্তপোক্ত ডিজাইন ও উন্নত প্রযুক্তির মিশেলে এটি নকিয়ার একটি সাহসী ও কৌশলী পদক্ষেপ।
এটি সেই পুরোনো জনপ্রিয় নকিয়া ১১০০ এর আধুনিক রূপ, যা শক্তিশালী প্রসেসর, বড় ও সুন্দর ডিসপ্লে, চমৎকার ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ এসেছে।
ফিচারের কথা বললে, এই নকিয়া ১১০০ নর্ড মিনি ফোনে রয়েছে ৩.৭ ইঞ্চির ২-কে রেজুলেশনের স্ক্রিন। এতে আপনি পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
এছাড়া এই নকিয়া ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ চিপসেট। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। এর ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল।
ভারতে এর দাম ৩৪ হাজার ৯৯৯ রুপি।
এমএএইচ