.png)

কিস্তিতে মোবাইল ফোন কেনার সুবিধা দেবে টপ-পে
Published : ১৮:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫
চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপ-পে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার রাজধানীর গুলশানে টপ-পের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশের গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন ও সুবিধাজনক উপায়ে মোবাইল ফোন কেনার সুযোগ করে দেবে।
টপ-পের মূল লক্ষ্য হলো সহজ পেমেন্ট সুবিধার মাধ্যমে বেশি মানুষের আর্থিক সুবিধা নিশ্চিত করা। তাদের কার্ড ছাড়াই ইএমআই (কিস্তি) সেবার মাধ্যমে গ্রাহকরা খুব সহজ কিস্তিতে মোবাইল ফোন কিনতে পারবেন। এতে ক্রেডিট কার্ডের দরকার হবে না এবং হঠাৎ বড় অংকের টাকা দেওয়ার ঝামেলাও কমে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে টপ-পে, মোবাইল ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। এতে গ্রাহকরা সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনতে পারবে এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন।
এ সময় টপ-পের সিইও চেনফেই বলেন –আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া। শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।
এমএএইচ