সোমবার; ২৭ অক্টোবর ২০২৫; ১১ কার্তিক ১৪৩২

চীনজুড়ে চালু হলো ই-সিম সেবা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনজুড়ে চালু হলো ই-সিম সেবা

ফয়সল আবদুল্লাহ

Published : ১৭:৪৮, ১৫ অক্টোবর ২০২৫

চীনের তিন প্রধান টেলিকম অপারেটর চায়না টেলিকম, চায়না মোবাইল ও চায়না ইউনিকম দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে ই-সিম সেবা চালু করেছে।

চায়না টেলিকম জানায়, এখন চীনের সব ব্যবহারকারী ই-সিম সেবা চালু করতে পারবেন।

চায়না মোবাইল জানিয়েছে, তাদের ই-সিম শুধু স্মার্টফোনেই নয়, বরং স্মার্টওয়াচ, ট্যাবলেট ও গাড়িতে থাকা স্মার্ট ডিভাইসেও কাজ করবে।

এ প্রযুক্তিতে কোনও সিম কার্ডের প্রয়োজন হয় না। ফোনের ভেতরে থাকা চিপেই মোবাইল নম্বর সক্রিয় করা যায়। সাধারণ সিমের সব সেবাই এতে পাওয়া যায়।

সূত্র: সিএমজি

এমএএইচ

শেয়ার করুনঃ