সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

ব্যবহার না করে কিছু যন্ত্রপাতি আনপ্লাগ করে সাশ্রয় করবেন যেভাবে

ব্যবহার না করে কিছু যন্ত্রপাতি আনপ্লাগ করে সাশ্রয় করবেন যেভাবে

মজিবুর রহমান

Published : ১৭:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিদ্যুৎ বিল কমানোর সবচেয়ে সহজ উপায় হলো- ব্যবহার না করলে কিছু যন্ত্রপাতি আনপ্লাগ করে রাখা।

শরৎ এসে পড়ায় হয়তো আপনি কিছুটা স্বস্তি পাচ্ছেন, কারণ তাপমাত্রা কমতে থাকায় বিদ্যুৎ বিলও কিছুটা নিয়ন্ত্রণে আসছে। কিন্তু বিশ্বখ্যাত সাময়িকী সি-নেট -এর এক জরিপ অনুযায়ী, ১০ জনের মধ্যে প্রায় ৮ জন প্রাপ্তবয়স্ক মানুষ ইউটিলিটি বিল নিয়ে দুশ্চিন্তায় থাকেন। গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় ইউটিলিটি খরচ ম্যানেজ করা সত্যিই চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে একটি সহজ উপায় রয়েছে, যা দিয়ে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব- তাপমাত্রা যেমনই থাকুক না কেন।

অনেক সময় আমরা খেয়ালই করি না যে, যন্ত্রগুলো ব্যবহার করছি না, সেগুলো আনপ্লাগ করলেও বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। কারণ অনেক ইলেকট্রনিক যন্ত্র বন্ধ থাকলেও পেছনে লুকিয়ে বিদ্যুৎ খরচ করতে থাকে। কয়েক সপ্তাহ বা মাসের ব্যবধানে এই "ফ্যান্টম লোড" জমতে জমতে বিল বাড়িয়ে দেয়। এমনকি এগুলো থেকে নির্গত সামান্য তাপ ঘরকে অপ্রয়োজনীয়ভাবে উষ্ণও করে তোলে।

অভ্যাস করে নিলে প্রতিদিন যন্ত্র আনপ্লাগ করার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। আর যদি এর সঙ্গে বুদ্ধিদীপ্ত কিছু কৌশল যেমন- দুপুরের তাপে জানালা-দরজার পর্দা টেনে রাখা, সিলিং ফ্যান ব্যবহার করে বাতাস সঞ্চালন, পানি ও কাপড় ধোয়ার অভ্যাসে শক্তি-সাশ্রয়ী পরিবর্তন- যোগ করা যায়, তাহলে সাশ্রয় হবে আরও বেশি।

আসলেই কি যন্ত্র আনপ্লাগ করলে বিদ্যুৎ সাশ্রয় হয়?

প্রথমে অদ্ভুত মনে হতে পারে- একটা যন্ত্র তো বন্ধই, তাহলে আবার কেন বিদ্যুৎ খরচ করবে?

কিন্তু সত্য হলো, যন্ত্রপাতি বন্ধ থাকলেও যদি প্লাগে লাগানো থাকে, তবে সেটি বিদ্যুৎ টেনে নেয়। Energy.gov-এর তথ্য অনুযায়ী, যন্ত্র "অফ" বা "স্ট্যান্ডবাই" মোডে থাকলেও অনেক সময় বিদ্যুৎ খরচ করে। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে-

        যেসব যন্ত্রের ডিসপ্লে বা আলো জ্বলে থাকে, যদিও তা বন্ধ অবস্থায় থাকে।

        ডেস্কটপ কম্পিউটার, যেগুলো আসলেই বন্ধ না করে শুধু স্লিপ মোডে রাখা হয়।

        চার্জার, যেগুলো যন্ত্রে লাগানো না থাকলেও বিদ্যুৎ টেনে নেয়।

        মিডিয়া প্লেয়ার, যেগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট খোঁজে।

        কর্ডলেস ফোন, যেগুলোতে ডিসপ্লে সবসময় অন থাকে।

        স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স যেমন ফ্রিজ, ওয়াশার, ড্রায়ার- যেগুলোতে সবসময় ডিসপ্লে, ইন্টারনেট সংযোগ আর ইলেকট্রনিক কন্ট্রোল চালু থাকে।

স্ট্যান্ডবাই পাওয়ার কমিয়ে বিদ্যুৎ ও অর্থ সাশ্রয় করুন

অনেকেই অবাক হন- এই স্ট্যান্ডবাই পাওয়ার আসলে কতটা খরচ বাড়াতে পারে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, স্ট্যান্ডবাই পাওয়ার গড়ে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাসার মোট বিদ্যুৎ খরচের জন্য দায়ী।

আপনার ব্যবহারের অভ্যাস ও যন্ত্রের সংখ্যার ওপর নির্ভর করে সাশ্রয়ের পরিমাণ ভিন্ন হবে। উদাহরণস্বরূপ, কলোরাডো স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে- একটি কম্বো রেডিও/সিডি/টেপ প্লেয়ার ব্যবহার না করলেও সবসময় ৪ ওয়াট বিদ্যুৎ খরচ করত। এটি নিয়মিত আনপ্লাগ করলে যন্ত্রটির লাইফটাইমে ১০০ গুণ বেশি বিদ্যুৎ সাশ্রয় হতো।

ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের এক গবেষণায় বলা হয়েছে, এই সবসময় অন থাকা যন্ত্রগুলোর ব্যবহার কমানো গেলে প্রতি বছর ভোক্তারা মোট ৮ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবেন এবং বছরে ৬৪ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ এড়ানো যাবে। এর পাশাপাশি পরিবেশগত সুবিধাও রয়েছে- ৪৪ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড দূষণ রোধ হবে। গড়ে একটি পরিবারের বছরে সর্বোচ্চ ১৬৫ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ হয় কেবল এই অলওয়েজ-অন যন্ত্রগুলোর কারণে।

ঝামেলাবিহীনভাবে যন্ত্র আনপ্লাগ করার উপায়

প্রতিদিন সব যন্ত্র খুলে আবার লাগানো অনেকের কাছে কষ্টকর মনে হতে পারে, বিশেষ করে যদি প্লাগগুলো দূরূহ জায়গায় থাকে। এজন্য কিছু সহজ সমাধান রয়েছে

        সার্জ প্রটেক্টর ব্যবহার করতে পারেন। এতে একসঙ্গে কয়েকটি যন্ত্র শুধু একটি সুইচ টিপেই বন্ধ করা সম্ভব।

        টাইমার বা স্মার্ট প্লাগ ব্যবহার করতে পারেন, যা দিয়ে নির্দিষ্ট সময়ে যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া বা কেটে রাখা যায়। যেমন- টিভিকে এমনভাবে সেট করতে পারেন যাতে শুধু সন্ধ্যা বা ছুটির দিনে বিদ্যুৎ সংযোগ থাকে।

        দীর্ঘমেয়াদে সাশ্রয়ের জন্য স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহার করতে পারেন, যা ঘরকে আরামদায়ক রাখার পাশাপাশি বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণ করে।

        ইনক্যান্ডেসেন্ট বাল্ব বাদ দিয়ে এলইডি লাইট ব্যবহার করলে দীর্ঘমেয়াদে খরচ কমবে।

বিদ্যুৎ সাশ্রয়ের অতিরিক্ত কিছু উপায়-

বিদ্যুতের দাম ক্রমশ বাড়তে থাকায় এখনই সময় নিজের খরচ কমানোর বুদ্ধি খুঁজে বের করার। যন্ত্র আনপ্লাগ করার পাশাপাশি

        ব্যবহার না করলে লাইট বন্ধ রাখুন।

        বিদ্যুৎ/গ্যাস বিল কমাতে সঠিক তাপমাত্রায় থার্মোস্ট্যাট সেট করুন।

        পানির হিটার কিছুটা কমিয়ে বা এয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করে সাশ্রয় করতে পারেন।

এমএএইচ

শেয়ার করুনঃ