বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

১৬ ডিসেম্বর আগে চালু কোনও মোবাইল ফোন বন্ধ হবে না ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১৬ ডিসেম্বর আগে চালু কোনও মোবাইল ফোন বন্ধ হবে না

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:২০, ১৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল ফোনসেট নেটওয়ার্কে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এ তারিখের আগে নেটওয়ার্কে যুক্ত সব মোবাইল সেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত বলে গণ্য হবে এবং সচল থাকবে।

রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা আগামী ১৬ ডিসেম্বর থেকে পুরোদমে চালু হচ্ছে। এর আগে ব্যবহৃত যেকোনও মোবাইল সেট বৈধ হোক বা অবৈধ, এমনকি যেগুলোর তথ্য আগের ডাটাবেজে পাওয়া যায়নি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হিসেবে বিবেচিত হবে। ফলে এসব ফোন নেটওয়ার্কে চালু থাকবে।

তবে ১৬ ডিসেম্বরের পর নতুন করে যুক্ত বা প্রথমবার নেটওয়ার্কে আসা কোনও অবৈধ/অনিবন্ধিত হ্যান্ডসেট আর সংযোগ পাবে না।

কেনার আগে আইএমইআই যাচাই করতে হবে। নকল, ক্লোন বা চোরাচালানের মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে বিটিআরসি গ্রাহকদের পরামর্শ দিয়েছে, ফোন কেনার আগেই বৈধতা যাচাই করে নিতে।

বৈধতা যাচাইয়ের সহজ উপায়:

ফোনে *#06# ডায়াল করে ১৫ ডিজিটের IMEI নম্বর দেখুন।

তারপর মেসেজ লিখুন: KYD<স্পেস>১৫ ডিজিটের IMEI

এই মেসেজ পাঠাতে হবে ১৬০০২ নম্বরে।

কিছুক্ষণের মধ্যে ফিরতি এসএমএস-এ জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ, নকল, ক্লোন নাকি অনিবন্ধিত।

তথ্য ও সহায়তা কোথায় পাওয়া যাবে-

বিটিআরসি হেল্পডেস্ক: ১০০ (টোল ফ্রি)

যেকোনও অপারেটর থেকে ডায়াল করুন: *16161#

মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার: ১২১

অনলাইনে তথ্য: neir.btrc.gov.bd

বিটিআরসি বলছে, এনইআইআর ব্যবস্থা চালুর ফলে অবৈধ মোবাইল আমদানি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং চুরি হওয়া মোবাইল ফোন সেট শনাক্ত করা সহজ হবে। ফলে গ্রাহকদের নিরাপত্তা বাড়বে।

এমএএইচ

শেয়ার করুনঃ