চ্যাটিংয়ে থার্ড পার্টি ইন্টিগ্রেশন যোগ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
Published : ১৮:১৬, ১৭ নভেম্বর ২০২৫
হোয়াটসঅ্যাপ ইউরোপে থার্ড পার্টি চ্যাট ইন্টিগ্রেশন চালু করার প্রস্তুতি নিচ্ছে। ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপের সাথে মেসেজ, ছবি, ভয়েস নোট, ভিডিও এবং ফাইল শেয়ার করতে পারবেন। তবে ফিচারটি অপশনাল হিসাবে থাকবে। ব্যবহারকারীরা চাইলে এটি চালু বা বন্ধ করতে পারবেন। এই ফিচার গ্রুপ চ্যাটও সমর্থন করবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে কাজ করবে।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি সেটিংস ট্যাবে নোটিফিকেশন হিসেবে আসবে। ব্যবহারকারীরা অপট-ইন করে চ্যাট শুরু করতে পারবেন। থার্ড পার্টি চ্যাটগুলো আলাদা ফোল্ডার বা কম্বাইন্ড ইনবক্সে থাকবে। প্রথমে বার্ডিচ্যাট এবং হাইকেট অ্যাপ সমর্থন করবে। এগুলো মেটা এবং ইউরোপীয় কমিশনের সাথে তৈরি। রোলআউট ইউরোপে আগামী মাসগুলোতে শুরু হবে। ডিএমএ-এর মতে, মেটা থার্ড পার্টি অ্যাপের সাথে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করতে বাধ্য।
এই ফিচার থার্ড পার্টি মেসেজিং হোয়াটসঅ্যাপের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করবে। মেটা বলেছে, এটি ডিএমএ মেনে চলার একটি মাইলফলক। ব্যবহারকারীরা স্ট্যান্ডার্ড চ্যাট এবং থার্ড পার্টি চ্যাটের পার্থক্য বুঝতে পারবেন। ভবিষ্যতে আরও অ্যাপ যুক্ত হতে পারে। ফিচারটি আপাতত ইউরোপে চালু হলেও গ্লোবাল লঞ্চ হবে কি না সে ব্যাপারে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।
এমএএইচ















