বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

আইএসপিএবির দাবি-দাওয়া ও কয়েকটি প্রস্তাবনা ছবি- সংগৃহীত

আইএসপিএবির দাবি-দাওয়া ও কয়েকটি প্রস্তাবনা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৪৯, ৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রণীত খসড়া টেলিযোগাযোগ নীতিমালা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। রবিবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, প্রস্তাবিত নীতিমালা কার্যকর হলে (রেভিনিউ শেয়ার, এসওএফ ইত্যাদি) দেশে ইন্টারনেটের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে যাবে। এতে প্রায় ২ হাজার ৭০০ ছোট ও দেশীয় আইএসপি অস্তিত্ব সংকটে পড়বে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা। মূল প্রেজেন্টেশন ও লিখিত বক্তব্য উপস্থাপন করেন সভাপতি আমিনুল হাকিম।

আজকের সংবাদ সম্মেলনে আইএসপিএবির পক্ষ থেকে দাবি-দাওয়া ও কয়েকটি প্রস্তাবনা-

১. সিএমএসপি সংশোধন: সেলুলার মোবাইল সার্ভিস প্রোভাইডার (সিএমএসপি) গাইডলাইন থেকে এফডাব্লিউএ (ফিক্সড ওয়্যারলেস একসেস) যেমন- জিপিফাই, রবি-ওয়াইফাই, বাংলালিংক ওয়াই-ফাই এবং হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করার দাবি জানাচ্ছি। নীতিমালা অনুযায়ী, এই ফিচারগুলো শুধু এফটিএস- এর আওতায় থাকা উচিত।

২. ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয়মেন্ট: সিএমএসপি গাইডলাইন থেকে হোম/অফিস/ইনডোর প্রাঙ্গনে ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয় করার অনুমতি বাতিলের দাবি করছি।

৩. ওয়াইফাই/আইএসএম ব্যান্ড ব্যবহারের সীমাবদ্ধতাঃ সিএমএসপি গাইডলাইন থেকে সার্ভিস ডেলিভারির জন্য আইএসএম/ওয়াইফাই ব্যান্ড-এর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করার দাবি করছি।

৪. অবকামো শেয়ারিং বিষয়ে স্পষ্ট নির্দেশনা: বিদ্যমান নীতিমালা অনুযায়ী এফটিএসপি-এর জন্য অ্যাক্টিভ অবকাঠামো শেয়ারিং সংক্রান্ত গাইডলাইন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

৫. এফটিএসপি রেভিনিউ শেয়ারিং ও লাইসেন্স ফি পুনর্বিবেচনা: এফটিএসপি গাইডলাইন থেকে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ারিং ও ১ শতাংশ সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) এবং উচ্চ লাইসেন্স ফি বাতিল বা পুনর্বিবেচনা করতে হবে।

৬. আইপিটিএসপি এসএমএস সার্ভিস ও মোবাইল ডায়ালার বিষয়ে বিস্তারিত কোনও নির্দেশনা নেই। এ দুটি বিষয়ে স্পষ্টিকরণ চাই।

৭. এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) এবং জেলা এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) -এর মধ্যে সার্ভিস বৈষম্য রাখা যাবে না। 

এমএএইচ

শেয়ার করুনঃ