বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

অতিরিক্ত মোবাইল সিম বন্ধ হবে যেভাবে, ২০২৬-এ এক নামে সর্বোচ্চ ৫টি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অতিরিক্ত মোবাইল সিম বন্ধ হবে যেভাবে, ২০২৬-এ এক নামে সর্বোচ্চ ৫টি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:৩৪, ২ নভেম্বর ২০২৫

১ নভেম্বর (শনিবার) থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম কেনা যাচ্ছে না। যাদের অতিরিক্ত সিম (১০টির বেশি) রয়েছে সেগুলো ধাপে ধাপে বন্ধ করা হবে। মোবাইল অপারেটরদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে বন্ধ করার জন্য সিমের তালিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দিতে হবে। তারপর কমিশন যেগুলো যাচাই সাপেক্ষে বন্ধের অনুমোদন দেবে বলে জানা গেছে।

জানা যায়, গত জুলাইয়ে বিটিআরসি ১০টির বেশি সিম থাকা ব্যক্তিদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে নিজ নিজ অপারেটরকে জানাতে নির্দেশ দিয়েছিল। ২৮ জুলাই থেকে ১১তম সিম কেনা নিষিদ্ধ করা হয়। এই ঘোষণা দেওয়ার পরে, অতিরিক্ত সংখ্যা প্রায় ৮০ লাখ থেকে কমে ৫০ লাখে নেমে আসে। অনেক ব্যবহারকারী স্বেচ্ছায় কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে অতিরিক্ত সিম বন্ধ করেছেন, অনেকে মালিকানা হস্তান্তর করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ে অতিরিক্ত সিমের মালিক ছিলেন প্রায় ২৬ লাখ গ্রাহক। এ সংখ্যা এখন ১০ থেকে ১৫ লাখে নেমেছে।

তবে স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য কোন সিমকে অতিরিক্ত ধরা হবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, একজনের মোট সিমের মধ্যে অপারেটরের অংশের অনুপাতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেমন, ধরা যাক কারও জিপি, রবি ও বাংলালিংক মিলিয়ে ১৫টি সিম আছে। এখান থেকে ৫টি সিম নিষ্ক্রিয় করতে হবে। কোনগুলো বন্ধ করা হবে তা অনুপাতের ভিত্তিতে অপারেটররা প্রস্তাব করবে। মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টের সাথে সংযুক্ত সিম সচল থাকবে। সব সিম যদি এক অপারেটরের হয়, তাহলে সবচেয়ে কম ব্যবহৃত নম্বরগুলো বন্ধের জন্য চূড়ান্ত করা হতে পারে।

তবে বন্ধ হওয়া নম্বর ছয় মাসের মধ্যে পুনরায় বিক্রি করা যাবে না। এ সময়ে গ্রাহক চাইলে কম ব্যবহৃত সংযোগ নিষ্ক্রিয় করে বন্ধ হওয়া সিম পুনরায় সচল করতে পারবেন।

আরও জানা গেছে, আগামী বছরের শুরু থেকে কেউ ৫টির বেশি সিম কিনতে পারবে না। যদিও সরকার এক নামে ২টির বেশি সিম রাখতে চায় না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃংখলাবিষয়ক বৈঠকে ২টি সিমের বিষয়টি আলোচনায় উঠে আসে। 

এমএএইচ

শেয়ার করুনঃ