বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

দ: এশিয়ায় গুগলের প্রথম আঞ্চলিক কার্যালয় পাকিস্তানে, বাংলাদেশে কবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দ: এশিয়ায় গুগলের প্রথম আঞ্চলিক কার্যালয় পাকিস্তানে, বাংলাদেশে কবে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৪২, ১০ নভেম্বর ২০২৫

পাকিস্তানে গুগলের প্রথম দক্ষিণ এশীয় আঞ্চলিক কার্যালয় চালু হতে যাচ্ছে। এজন্য গুগল পাকিস্তানে অফিসিয়ালি নিবন্ধিত হয়েছে। গুগলের প্রথম কার্যালয় পাকিস্তানের করাচিতে খোলার পরিকল্পনা আছে বলে জানা গেছে।

পাশাপাশি পাকিস্তানে গুগলের প্রথম ক্রোমবুক অ্যাসেম্বলি লাইনও চালু হয়েছে। এটি ৪ নভেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশের হারিপুরে উদ্বোধন করা হয়। এই লাইনটি গুগল ফর এডুকেশনের লোকাল পার্টনার টেক ভ্যালি, ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেশন (এনআরটিসি) এবং অস্ট্রেলিয়া-ভিত্তিক অ্যালায়েড কোম্পানির সহযোগিতায় তৈরি। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ থেকে ৬ লাখ ক্রোমবুক।

সংবাদ মাধ্যমে টেকজুস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, এই অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি স্থানান্তর এবং চাকরির সৃষ্টির লক্ষ্য নিয়ে চালু হয়েছে। আইটি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও গুগলের মধ্যে এ বিষয়ে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এতে এআই, ক্লাউড কম্পিউটিং এবং গেমিং ট্রেনিং অন্তর্ভুক্ত। চুক্তিতে স্টার্টআপ এবং যুবকদের উন্নয়ন প্রোগ্রামও রয়েছে। পাকিস্তানের মন্ত্রী শাজা ফাতিমা খাজা বলেছেন, এটি "মেড ইন পাকিস্তান" ক্রোমবুক তৈরি করবে। প্রকল্পের পরবর্তী ধাপ হবে আঞ্চলিক রপ্তানি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিলো বাংলাদেশে গুগল অফিস চালু করবে। কিন্তু করেনি। নিবন্ধনও করেনি। তবে এ দেশে গুগল কান্ট্রি ম্যানেজার, কান্ট্রি কনসালটেন্ট ইত্যাদি পদে নিয়োগ দিয়ে কাজ চালিয়ে গেছে। বাংলাদেশে গুগল কবে আসবে- ইদানিং সেই আলাপও আর হয় না। 

এমএএইচ

শেয়ার করুনঃ