বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

এআইয়ের কথা অন্ধভাবে বিশ্বাস নয়: সুন্দর পিচাই ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এআইয়ের কথা অন্ধভাবে বিশ্বাস নয়: সুন্দর পিচাই

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫১, ১৮ নভেম্বর ২০২৫

মানুষ যেন এআই টুলের দেওয়া তথ্য অন্ধের মতো গ্রহণ না করে এমন সতর্কবার্তা দিয়েছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান এআই মডেলগুলো এখনও ভুল করে। তাই এগুলোকে অন্যান্য নির্ভরযোগ্য সরঞ্জামের পাশাপাশি ব্যবহার করতে হবে।

শুধু এআই নয়, সঠিক তথ্য পেতে গুগল সার্চসহ অন্য নির্ভরযোগ্য উৎসও ব্যবহার করুন, পরামর্শ দেন পিচাই।

তিনি আরও বলেন, এআই সৃজনশীল লেখালেখিতে সহায়তা করতে পারে, কিন্তু বুঝেশুনে ব্যবহার করা জরুরি। এআই যা বলছে, সবকিছু না ভেবে বিশ্বাস করা ঠিক নয়।

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৩.০-এর প্রকাশের অপেক্ষায় রয়েছে প্রযুক্তিজগৎ। এই মডেল চ্যাটজিপিটির দাপট কমিয়ে গুগলের ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের মে মাস থেকে গুগল সার্চে এআই ওভারভিউ চালু হয়েছে, যেখানে জেমিনি চ্যাটবটকে একীভূত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা যেন একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন এমন অভিজ্ঞতা পাচ্ছেন।

পিচাই মনে করেন, সার্চের সঙ্গে জেমিনির এই সমন্বয় এআই যুগে অনুসন্ধানের নতুন ধারা শুরু করেছে। তবে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলটের মতো প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকতে গুগলের এই পদক্ষেপ অপরিহার্য হয়ে উঠেছে।

বিবিসির চলতি বছরের এক গবেষণায় দেখা গেছে, এআই চ্যাটবটগুলো খবরের সারসংক্ষেপ করতে গিয়ে গুরুতর ভুল করছে। বিবিসি নিজেস্ব ওয়েবসাইটের বিষয়বস্তু চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি ও পারপ্লেক্সিটিকে দিয়ে পরীক্ষা করিয়েছিল; প্রায় সব কটির উত্তরেই ছিল উল্লেখযোগ্য ত্রুটি। পিচাইয়ের মন্তব্য সেই গবেষণাকেই সমর্থন করছে।

তিনি স্বীকার করেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও সম্ভাব্য ক্ষতি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে টানাপোড়েন রয়েছে। অ্যালফাবেটকে একই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল থাকতে হয়। আমরা দ্রুত এগোচ্ছি, কারণ ভোক্তারা তাই চান, বলেন পিচাই। তিনি জানান, এআই উন্নয়নের পাশাপাশি নিরাপত্তায়ও সমান গুরুত্ব দিয়ে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

সূত্র: বিবিসি

এমএএইচ

শেয়ার করুনঃ