রোববার; ০৩ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে এলো ওয়ানপ্লাস নর্ড সিই৫ ছবি- সংগৃহীত

দীর্ঘ ব্যাটারি লাইফ নিয়ে এলো ওয়ানপ্লাস নর্ড সিই৫

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৫, ২৩ জুলাই ২০২৫

ওয়ানপ্লাস-এর নর্ড ৫ সিরিজ সবসময়ই চেষ্টা করেছে সেরা প্রযুক্তির অভিজ্ঞতাকে আরও বেশি মানুষের নাগালে আনতে। সেই ধারাবাহিকতায় বাজারে এসেছে ওয়ানপ্লাস নর্ড সিই৫। ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপের দুর্দান্ত পারফরমেন্স ও ৭১০০ মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির এক শক্তিশালী কম্বিনেশনে প্রযুক্তিপ্রেমীদের মন জয় করেছে।

ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে।

গ্রাফিক্সের জন্য আছে মালি-জি৬১৫ জিপিইউ যা আগের তুলনায় ৬০ শতাংশ বেশি শক্তিশালী ও ৫৫ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। ফলে গেমিং কিংবা ভিডিও এডিটিং সবই হয় অনেক মসৃণ ও দ্রুত।

নর্ড সিই৫ -এ রয়েছে আধুনিক এলপিডিডিআর ৫ এক্স র্যাম যা অ্যাপ চালানো ও গেম খেলার সময় মসৃণতা নিশ্চিত করে। গেমপ্রেমীদের জন্য রয়েছে বিজিএমআই ও সিওডিএম গেম খেলার সুবিধা ১২০ এফপিএস পর্যন্ত! ফোনটি আনটুটু বেঞ্চমার্কে ১৪.৭ লাখ স্কোর করেছে যা এই দামের ফোনের মধ্যে শীর্ষে।

ফোনটিতে আছে ৭১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেট পিসিতে দেখা যায়। এটি একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলে। ফলে সারাদিন ঘোরাঘুরি, কাজ বা বিনোদন কোনোক্ষেত্রেই চার্জে নিয়ে চিন্তা করা লাগবে না।

তবে শুধু ব্যাটারি বড় হলেই তো হয় না! তাই ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং মাত্র ৫৯ মিনিটেই ১ থেকে ১০০ শতাংশ চার্জ করে ফেলে। ফলে মাত্র ১০ মিনিট চার্জেই ইউটিউবে ৬ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

নর্ড সিই৫-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ সেন্সর যার সাথে রয়েছে ওআইএস প্রযুক্তি, ফলে ছবি হয় ঝকঝকে ও ব্লারবিহীন। এতে ওয়ানপ্লাস ১৩ সিরিজের মতো উন্নত এইচডিআর ও রিয়েল টোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছ যা ত্বকের স্বাভাবিক রঙ ও প্রাণবন্ত ছবি নিশ্চিত করে।

ভিডিওর জন্য আছে ফোর-কে ৬০ এফপিএস এইচডিআর রেকর্ডিং সুবিধা যা ফ্রেম বাই ফ্রেমে রঙ ও ডিটেইল ধরে রাখে নিখুঁতভাবে। নতুন আল্ট্রা এইচডিআর লাইভ ফটো ফিচার আপনার স্মৃতিগুলোকে করে আরও জীবন্ত।

বাংলাদেশে ওয়ানপ্লাস নর্ড সিই৫ ৫জি ফোনটি বিক্রি শুরু হয়েছে ১৬ জুলাই থেকে। অফলাইন ও অনলাইন সব মাধ্যমেই পাওয়া যাচ্ছে ফোনটি। ফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৩৫ হাজার ৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাচ্ছে মার্বেল মিস্ট ও ব্লাক ইনিফিনিটি এই দুটি রঙে।

এমএএইচ

শেয়ার করুনঃ