.png)

৭টি বিপজ্জনক যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ডে লাগাবেন না, কি কি?
Published : ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
একজন ইলেকট্রিশিয়ানের সতর্কবার্তা- ৭টি বিপজ্জনক যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ডে লাগাবেন না, এক্সটেনশন কর্ডে বড় যন্ত্র লাগানোর আগে দু’বার ভাবুন— কারণ এগুলোর জন্য সেটি তৈরি নয়।
এয়ার কন্ডিশনার, স্পেস হিটারসহ শক্তিশালী যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ড, পাওয়ার স্ট্রিপ বা সার্জ প্রটেক্টরে লাগানো উচিত নয়। বাইরে থেকে নিরীহ মনে হলেও এগুলো কর্ডকে অতিরিক্ত গরম করে তুলতে পারে, আর সেখান থেকেই আগুন লাগতে পারে। ব্রুকলিনের ইলেকট্রিফায়েড এনওয়াইসি- এর মালিক পল মার্টিনেজ এ বিষয়ে স্পষ্ট করে বলেন— এই ধরনের যন্ত্রের জন্য কোনোভাবেই এক্সটেনশন কর্ড ব্যবহার করা যাবে না।
কোন কোন যন্ত্র সবসময় দেয়ালের সকেটে সরাসরি লাগাতে হবে, তা জানাটা ঘর এবং পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতটি যন্ত্রের নাম দেওয়া হলো-
১. এয়ার ফ্রায়ার
খুব দ্রুত খাবার রান্না বা গরম করতে এয়ার ফ্রায়ারের জুড়ি নেই। কিন্তু এগুলো এক্সটেনশন কর্ডে লাগানো বিপজ্জনক। বড় এয়ার ফ্রায়ার প্রায় ২ হাজার ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানে, যা এক্সটেনশন কর্ডের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে। তাই প্রতিবার ব্যবহার করার সময় সরাসরি দেওয়ালের সকেটে লাগানোই সবচেয়ে নিরাপদ।
২. মাইক্রোওয়েভ
বিল্ট-ইন মাইক্রোওয়েভ না থাকলে অনেকেই আলাদা করে সংযুক্ত করেন। কিন্তু এটি একটি উচ্চ ক্ষমতার যন্ত্র, তাই অবশ্যই আলাদা সার্কিটে এবং সরাসরি দেওয়ালের সকেটে লাগাতে হবে।
৩. এক্সটেনশন কর্ড
এক্সটেনশন কর্ডকে আবার আরেকটি এক্সটেনশন কর্ডে লাগানো—যা ডেইজি চেইনিং নামে পরিচিত— অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে সার্কিট অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে।
৪. স্পেস হিটার
ইলেকট্রিক স্পেস হিটার বহুদিন ধরেই অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। ভোক্তা সুরক্ষা কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে প্রতি বছর প্রায় ১, হাজার ৭০০টি অগ্নিকাণ্ডের পেছনে এই যন্ত্রগুলো জড়িত ছিল। মার্টিনেজ বলেন, ধরা যাক কেউ ফ্লোর হিটার এক্সটেনশন কর্ডে লাগাল— তাহলেই প্লাগ গলে গিয়ে আগুন লেগে যেতে পারে।
৫. টোস্টার ও টোস্টার ওভেন
আকারে ছোট হলেও টোস্টার প্রচুর বিদ্যুৎ খরচ করে। টোস্টার ওভেনের চাহিদা আরও বেশি— ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ ওয়াট পর্যন্ত। মার্টিনেজ সতর্ক করে বলেন, অনেকেই জানেন না যে ১৪-গেজ কর্ড এ ধরনের হিটিং এলিমেন্ট সহ যন্ত্র সামলাতে পারে না। এতে কর্ড পুড়ে গিয়ে সহজেই আগুন লাগতে পারে।
৬. রেফ্রিজারেটর
ফ্রিজ তুলনামূলক কম বিদ্যুৎ (৩০০–৮০০ ওয়াট) ব্যবহার করলেও এটি সারাক্ষণ চালু থাকে। তাই এক্সটেনশন কর্ডে লাগালে আগুন লাগার ঝুঁকির পাশাপাশি যন্ত্রটি বিকল হওয়ার আশঙ্কাও থাকে।
৭. এয়ার কন্ডিশনার
এসি ইউনিট অনেক বেশি বিদ্যুৎ টানে, তাই এগুলো অবশ্যই সরাসরি দেয়ালের সকেটে লাগাতে হবে। মার্টিনেজ বলেন, অনেকেই ছোট আকারের সস্তা এসি কিনে নেন ভেবে যে এটি পুরো ঘর ঠান্ডা করবে। কিন্তু এতে কম্প্রেসর অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়, বিদ্যুৎ বিল বেড়ে যায়, ঘরও যথাযথভাবে ঠান্ডা হয় না। আর এক্সটেনশন কর্ড ব্যবহার করলে ঝুঁকি আরও বেড়ে যায়।
এক্সটেনশন কর্ড ব্যবহারের চূড়ান্ত সতর্কতা
মার্টিনেজের মতে, কোন ধরনের যন্ত্রপাতির জন্য এক্সটেনশন কর্ড ব্যবহার করবেন না- সাধারণ এক্সটেনশন কর্ড ১৫ অ্যাম্প (১ হাজার ৮০০ ওয়াট)-এর বেশি সামলাতে পারে না। পাওয়ার স্ট্রিপ বা সার্জ প্রটেক্টরও কেবলমাত্র ইলেকট্রনিক ডিভাইসের জন্য ব্যবহার করা উচিত।
আপনার ঘরের নিরাপত্তা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- উচ্চ ক্ষমতার যন্ত্র সবসময় দেয়ালের সকেটে সরাসরি সংযুক্ত করুন।
সূত্র: সিনেট ডট কম
এমএএইচ