সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

দেশে এলো লেনোভোর নতুন ল্যাপটপ ছবি- সংগৃহীত

দেশে এলো লেনোভোর নতুন ল্যাপটপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৫, ৫ অক্টোবর ২০২৫

দেশের শীর্ষস্থানীয় লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে নতুন প্রজন্মের লেনোভো ইয়োগা সেভেন আই টু ইন ওয়ান ল্যাপটপ। প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এতে রয়েছে ইনটেল লুনারলেক ইত্যাদিসহ সর্বাধুনিক পারফরমেন্স।

এতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫-২২৯ভি প্রসেসর। এতে রয়েছে ৩২ জিবি র‌্যাম ডিডিআর৫ র‌্যাম, এক টেরা এসএসডি, ১৪ ইঞ্চির ডেসপ্লে ইত্যাদি। এর ওজন ১.৩৮ কেজি। 

স্মার্ট ফটো এডিটিং থেকে ভয়েস অ্যাসিস্টেড ওয়ার্কফ্লো সবকিছুই এখন আরও দ্রুত, সহজ ও স্মার্ট।

লেনোভো ইয়োগা সেভেন আই এখন বাংলাদেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সারাদেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে ২ বছরের ওয়ারেন্টি এবং ইন্টেল ইভো সার্টিফিকেশন।

এমএএইচ

শেয়ার করুনঃ