শক্তিশালী পারফরমেন্স ও স্টাইলের সমন্বয় লেনোভোর আইডিয়া প্যাড
Published : ১৭:৩২, ২২ অক্টোবর ২০২৫
প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! দেশের সবচেয়ে বড় অনুমোদিত লেনোভো ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো নতুন প্রজন্মের দুটি ল্যাপটপ লেনোভোর আইডিয়া প্যাড স্লিম ফাইভ-আই -এর দুটো মডেল।
আধুনিক ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং টেকসই নির্মাণশৈলীর মিশেলে এই সিরিজটি হয়ে উঠেছে স্মার্ট ও কর্মক্ষম জীবনের আদর্শ সঙ্গী।
এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই-সেভেন প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৪.৯ গিগাহার্জ। রয়েছে ১৬জিবি/৩২জিবি র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি- যা কাজ, বিনোদন ও ক্রিয়েটিভ প্রজেক্ট সবকিছুতেই দেবে অবিশ্বাস্য গতি ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।
১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, প্রাইভেসি ক্যামেরা, ওয়াই ফাই, ব্লু টুথ, ব্যাকলিট কি-বোর্ড, এবং সর্বশেষ উইন্ডোজ ১১ হোম, যা দৈনন্দিন ব্যবহারকে করবে আরও স্মার্ট ও সুরক্ষিত।
দৃঢ়তা ও নির্ভরযোগ্যতায় অনন্য এই সিরিজটি মিলিটারি গ্রেড সার্টিফায়েড, অর্থাৎ ধূলা, তাপমাত্রা বা কম্পনের মতো কঠিন পরিস্থিতিতেও এটি নির্বিঘ্নে কাজ করতে সক্ষম। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই ল্যাপটপগুলো পাওয়া যাবে আকর্ষণীয় লুনা গ্রে রঙে।
২ বছরের ওয়ারেন্টিসহ নতুন এই দুই মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ওয়েবসাইট, সব ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।
এমএএইচ














