সোমবার; ২৭ অক্টোবর ২০২৫; ১১ কার্তিক ১৪৩২

আট হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির ফোন ওয়ানপ্লাস ১৫ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আট হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির ফোন ওয়ানপ্লাস ১৫

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৬, ২৩ অক্টোবর ২০২৫

ওয়ানপ্লাস নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫ উন্মোচিত করেছে। ৮ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে ৮৫ মিলিমিটার সমমান জুম লেন্স। অর্থাৎ ৩.৫ গুণ পেরিস্কোপিক টেলি জুম লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনে। বেশি সক্ষমতার ব্যাটারি হওয়ায় ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। আর এর ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

জিএসএম অ্যারিনার প্রতিবেদন অনুযায়ী, ক্যামেরা সিস্টেমে উন্নত সেন্সর ব্যবহার হয়েছে। ফলে এটি লো-লাইট ফটোগ্রাফিতে ভালো পারফরমেন্স দেবে। ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বর্তমানে ফোনটি চীনে প্রি-অর্ডারের জন্য ছাড়া হয়েছে। শিগিরই এটি বিশ্বব্যাপী উন্মোচিত হবে। দাম শুরু হয়েছে ৪ হাজার ৫৯৯ ইয়েন থেকে।

ওয়ানপ্লাস ১৫ গেমিং এবং ফটোগ্রাফির জন্য আদর্শ একটি ফোন। ব্যবহারকারীরা এর ব্যাটারি লাইফ এবং জুম ক্যাপাবিলিটি পছন্দ করবেন বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। এছাড়া সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে ওয়ানপ্লাসের নির্মাতা।

এমএএইচ

শেয়ার করুনঃ