সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

ডিসেম্বরে এক নামে সর্বোচ্চ ৫টি সিম, বন্ধ হতে পারে ২টি অ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডিসেম্বরে এক নামে সর্বোচ্চ ৫টি সিম, বন্ধ হতে পারে ২টি অ্যাপ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৪:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আগামী ডিসেম্বর থেকে এক ব্যক্তির নামে সর্বোচ্চ পাঁচটি মোবাইল ফোনের সিম নিবন্ধন করা যাবে। গত রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা যায়। তবে আগামী ১ অক্টোবর থেকে এই সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনা হচ্ছে। ডিসেম্বর থেকে এটি আরও কমিয়ে ৫টিতে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, ১ অক্টোবর থেকে এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে তা ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। এর আগে এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সুযোগ ছিল, যা কমিয়ে ১০টিতে আনা হয়েছে। বিটিআরসি জানিয়েছে, অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করা হবে।

দুটি অ্যাপে নিষেধাজ্ঞা

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, টেলিগ্রাম ও বোটিম নামে দুটি অ্যাপের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে খতিয়ে দেখা হবে। আপাতত রাতের বেলা এই অ্যাপগুলোর গতি কমানোর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এছাড়া, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই দুটি অ্যাপ ব্যবহার করে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং অনলাইন সভায় অংশ নিচ্ছেন। গত বুধবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৪৪ জনের মধ্যে প্রায় দেড় শতাধিক ব্যক্তি এই অ্যাপগুলোর মাধ্যমে যোগাযোগ করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এই সিদ্ধান্তগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা আনার লক্ষ্যে গৃহীত হচ্ছে বলে সভায় উল্লেখ করা হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ