সোমবার; ০৬ অক্টোবর ২০২৫; ২০ আশ্বিন ১৪৩২

মেটা চালু করল ভাইবস ভিডিও ফিড ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেটা চালু করল ভাইবস ভিডিও ফিড

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের ধাঁচে ভাইবস নামের নতুন ভিডিও ফিড চালু করেছে মেটা। এ ফিচারটি ব্যবহার করা যাবে মেটা এআই অ্যাপ ও মেটা এআই প্ল্যাটফর্মে। এখানে কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও পাওয়া যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে এআইভিত্তিক টুল ব্যবহার করে নিজেও নতুন ভিডিও বানাতে পারবেন।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করে ফিচারটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার ভাষ্য, ভাইবস ব্যবহারকারীদের ভিডিও বানানোর ও শেয়ার করার কাজটি আরও সহজ করবে।

ভাইবস ফিডে শুরু থেকে ভিডিও বানানোর সুযোগ থাকলেও চাইলে ব্যবহারকারীরা বিদ্যমান কনটেন্ট রিমিক্স করে নতুন রূপ দিতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন এডিটিং টুল। যার মাধ্যমে ভিজ্যুয়াল পরিবর্তন, স্টাইল যোগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সংযোজনসহ নানা সুবিধা পাওয়া যাবে। তৈরি করা ভিডিও সরাসরি ভাইবসে পোস্ট করা যাবে এবং একইসঙ্গে ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলস বা স্টোরিজেও শেয়ার করা যাবে।

এই উদ্যোগে মেটার সহযোগী হিসেবে রয়েছে মিডজার্নি ও ব্ল্যাক ফরেস্ট ল্যাবস। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিজেদের স্বতন্ত্র এআই ভিডিও মডেল তৈরির কাজও চলমান। বিষয়টি সম্প্রতি এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্দ্র ওয়াং।

বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্ম নিম্নমানের এআই কনটেন্ট সীমিত করার উদ্যোগ নিলেও মেটা উল্টো এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে। তাদের ধারণা, এই পদক্ষেপ মেটার বৃহত্তর কৌশলের অংশ, যাতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগল ডিপমাইন্ডের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমানতালে টিকে থাকা যায়।

সূত্র: অনলাইন গণমাধ্যম

এমএএইচ

শেয়ার করুনঃ