মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

স্টারলিংক বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি করতে চায় ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্টারলিংক বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি করতে চায়

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০২, ২২ সেপ্টেম্বর ২০২৫

স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি করতে চায়। এজন্য স্টারলিংক টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি কাছে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের অনুমতি চেয়েছে। সম্প্রতি বিটিআরসির কাছে পাঠানো এক চিঠিতে স্টারলিংক বাংলাদেশের বাইরে সেবা প্রদানের জন্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) এবং আনফিল্টারড আইপির (ইন্টারনেট প্রটোকল) বাণিজ্যিক ব্যবহারের অনুমতি চেয়েছে বলে জানা গেছ।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশন বিভাগ স্টারলিংকের কাছ থেকে এরকম একটি চিঠি পেয়েছে বলে জানা গেছে। বিষয়টি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে দেশে ৪টি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে। এর মধ্যে দুটি গাজীপুরের হাই-টেক পার্কে এবং বাকি দুটি রাজশাহী ও যশোরে অবস্থিত। কালিয়াকৈরের গেটওয়েতে গত ৯ আগস্ট এবং রাজশাহী ও যশোরের গেটওয়েতে ২০ আগস্ট থেকে বাণিজ্যিক ট্রাফিক চলাচল শুরু হয়েছে।

স্টারলিংক কালিয়াকৈরে ৮০ জিবিপিএস, যশোরে ৪০০ জিবিপিএস ও রাজশাহীতে আরও ৪০০ জিবিপিএস ক্ষমতা তৈরি করেছে।

স্টারলিংক এ বছরের এপ্রিলে বাংলাদেশে লাইসেন্স পেয়েছে এবং মে মাসে কার্যক্রম শুরু করেছে। 

প্রসঙ্গত, দেশে বর্তমান ব্যান্ডউইথের চাহিদা ৮ হাজার ৫০০ জিবিপিএস, যার অর্ধেক বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি পিএলসির মাধ্যমে এবং বাকিটা ভারত থেকে স্থলপথে সংযোগের (আইটিসি) মাধ্যমে আসে। এর মধ্যে সাবমেরিন ক্যাবল কোম্পানি বিটিসিএলের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করছে।

সূত্র: ডেইলি স্টার

 

এমএএইচ

শেয়ার করুনঃ