মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

এলো আইওএস-২৬ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এলো আইওএস-২৬

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অ্যাপলের আইওএস ২৬ এবং আইপ্যাড-ওএস ২৬ সোমবার (১৫সেপ্টেম্বর) থেকে ডাউনলোডের জন্য উন্মুক্ত হয়েছে। এই আপডেটে আইফোন এবং আইপ্যাডের সফটওয়্যারে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যার মধ্যে লিকুইড গ্লাস ডিজাইন, ফোন অ্যাপের রি-ডিজাইন এবং লাইভ ট্রান্সলেট ফিচার অন্তর্ভুক্ত। অ্যাপলের আইফোন ১৭ ঘোষণার ইভেন্টে এই আপডেটগুলোর বিষয়ে জানানো হয়।

এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আইওএস ২৬ সাপোর্ট করবে না আইফোন এক্সআর, এক্সএস এবং এক্সএস ম্যাক্স। তবে, আইফোন ১১ থেকে ১৭ সিরিজ পর্যন্ত সব মডেলে এই আপডেট ইনস্টল করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে পোলস ফিচার, লক স্ক্রিনের কাস্টমাইজেশন, অ্যালার্মের স্নুজ টাইম পরিবর্তন এবং ক্যামেরা অ্যাপের সহজ নেভিগেশন।

এই আপডেট অ্যাপলের অপারেটিং সিস্টেমগুলোকে আরও সুসংহত করে তুলবে। ব্যবহারকারীরা স্ক্রিনশট রিভ্যাম্প এবং লাইভ ট্রান্সলেটের মতো ফিচার উপভোগ করতে পারবেন। অ্যাপল আইওএস ১৮.৭-ও রিলিজ করবে সিকিউরিটি আপডেটের জন্য।

এমএএইচ

শেয়ার করুনঃ