মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

ভাষার দক্ষতা প্রমাণে ডুওলিঙ্গো স্কোর যোগ করা যাবে লিংকডইনে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভাষার দক্ষতা প্রমাণে ডুওলিঙ্গো স্কোর যোগ করা যাবে লিংকডইনে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৯:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লিংকডইন নতুন একটি ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীদের তাদের প্রোফাইলে ডুওলিঙ্গো স্কোর প্রদর্শনের সুযোগ দিচ্ছে। এই ফিচারটি বহুভাষিক পেশাদারদের তাদের ভাষাগত দক্ষতা প্রমাণ করতে সহায়তা করবে। এছাড়া, চাকরিপ্রার্থীদের জন্য এআই-চালিত জব ইন্টারভিউ সিমুলেশনও চালু করেছে প্ল্যাটফর্মটি।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইন প্রোফাইলে এখন বিকল্প ভাষা যুক্ত করার পাশাপাশি ডুওলিঙ্গো ফ্লুয়েন্সি স্কোর দেখানো যাবে, যা ব্যবহারকারীর ভাষা দক্ষতার প্রকৃত সক্ষমতা প্রদর্শন করবে। এই স্কোর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে, যা নিয়োগকর্তাদের সঠিক প্রার্থী নির্বাচনে সহায়ক হবে। এআই-চালিত ইন্টারভিউ সিমুলেশন চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।

এই ফিচারগুলো পেশাদারদের তাদের দক্ষতা প্রদর্শন এবং চাকরির বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনে সহায়তা করবে। লিংকডইনের এই উদ্যোগ ভাষাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ