দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে রেডমি ১৫তে মিলবে দুর্দান্ত পারফরমেন্স
Published : ১৮:২০, ২১ সেপ্টেম্বর ২০২৫
শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি।
শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়া ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেবে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন,৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয় হলো রেডমি ১৫।
৩টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সব শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির দাম যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ টাকা ও ২০ হাজার ৯৯৯ টাকা।
এমএএইচ

















