মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

ভুলে নতুন এআই গ্লাসের প্রিভিউ শেয়ার করে ফেলেছে মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভুলে নতুন এআই গ্লাসের প্রিভিউ শেয়ার করে ফেলেছে মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মেটা সম্প্রতি তাদের আসন্ন স্মার্ট গ্লাসের একটি প্রিভিউ ভুলবশত শেয়ার করেছে। গ্লাসটি ওকলে এবং রে-ব্যান যৌথভাবে নির্মাণ করেছে। এই গ্লাসগুলোতে উন্নত এআই ফিচার যুক্ত হবে যা ব্যবহারকারীদের নৈমিত্তিক কাজে  সাহায্য করবে, সেইসঙ্গে দেবে নতুন অভিজ্ঞতা।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই প্রিভিউতে গ্লাসের ডিজাইন এবং এআই-চালিত ফাংশন যেমন রিয়েল-টাইম ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ভিজ্যুয়াল ডেটা প্রসেসিংয়ের ঝলক দেখানো হয়েছে। মেটা জানিয়েছে, এই গ্লাসগুলো তাদের আগের মডেলের তুলনায় আরও হালকা এবং ব্যবহারবান্ধব হবে। তবে, প্রিভিউটি অফিসিয়াল উদ্বোধনের আগে প্রকাশিত হওয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফাঁস হওয়া তথ্য স্মার্ট গ্লাসের বাজারে মেটার প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও জোরালো করবে। এই গ্লাসগুলো ফ্যাশন এবং প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ