মঙ্গলবার; ২৩ সেপ্টেম্বর ২০২৫; ৭ আশ্বিন ১৪৩২

রিটেইলারদের জন্য বিজ্ঞাপনের নতুন টুল চালু করলো গুগল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রিটেইলারদের জন্য বিজ্ঞাপনের নতুন টুল চালু করলো গুগল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে নতুন এআই-চালিত আপডেট চালু করেছে, যা রিটেইলারদের জন্য বিজ্ঞাপনকে আরও কার্যকর করবে। এই আপডেটে উন্নত ইমেজ জেনারেশন এবং অ্যাসেট-অডিয়েন্স রিকমেন্ডেশন ফিচার অন্তর্ভুক্ত রয়েছে, যা বিজ্ঞাপনের মাধ্যমে ব্র্যান্ডের প্রভাব বাড়াবে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গুগলের ইমেজেন ৩ প্রযুক্তির মাধ্যমে এআই-জেনারেটেড ইমেজ এখন আরও উন্নতমানের হবে, বিশেষ করে মানুষের চরিত্রের চিত্রণে। এই ফিচার পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ডিসপ্লে এবং অ্যাপ ক্যাম্পেইনে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে, বিজ্ঞাপনে মানুষের উপস্থিতি আবেগীয় সংযোগ বাড়ায়, যা গ্রাহকের প্রতিক্রিয়া উন্নত করে। তবে, বিখ্যাত ব্যক্তি বা শিশুদের ছবি তৈরি করা যাবে না এবং সিন্থআইডি ট্যাগিংয়ের মাধ্যমে এআই-জেনারেটেড ইমেজ চিহ্নিত হবে।

নতুন অ্যাসেট-অডিয়েন্স রেকমেন্ডেশন ফিচারটির লক্ষ্য গ্রাহকদের পছন্দের উপর ভিত্তি করে বিজ্ঞাপনের থিম ও উপাদানের পরামর্শ দেবে। এই আপডেটগুলো রিটেইলারদের ব্যবসায়িক প্রচারণাকে আরও ফলপ্রসূ ও প্রাসঙ্গিক করে তুলবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ