.png)

চীনে ফাইভ-জি ব্যবহারকারী ১১৫ কোটি
Published : ১৭:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫
চীনে ফাইভ-জি মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১১৫ কোটি ছাড়িয়েছে। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত চীনে ১১৫ কোটি ৪০ লাখ গ্রাহক ফাইভ-জি ব্যবহার করছে, যা মোট মোবাইল ব্যবহারকারীর ৬৩.৪ শতাংশ।
চীনে ইতোমধ্যে ৪৬ লাখ ৪৬ হাজার ফাইভ-জি বেজ স্টেশন গড়ে তোলা হয়েছে, যা মোট বেজ স্টেশনের ৩৬.৩ শতাংশ। মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চোং চিচং জানান, ফাইভ-জি এখন জাতীয় অর্থনীতির ৮৬টি প্রধান খাতে ব্যবহৃত হচ্ছে। সাড়ে ১৮ হাজারেরও বেশি ‘ফাইভ-জি প্লাস’ শিল্প-ইন্টারনেট প্রকল্প চালু হয়েছে এবং ‘এআই প্লাস’ উদ্যোগের ফলে নতুন শিল্প, ব্যবসা ও মডেলের সম্মিলিত মূল্য ২৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।
চীন আরও শক্তিশালী ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে গিগাবিট নেটওয়ার্ক উন্নয়ন, ফাইভ-জি-অ্যাডভান্সড ও ১০-গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্কের পাইলট কার্যক্রম ত্বরান্বিত করছে।
সূত্র: সিএমজি বাংলা
এমএএইচ