.png)

বিশ্বের সবচেয়ে পাতলা বেজেলের ফোন নিয়ে আসছে মেইজু
Published : ১০:৫৯, ২৯ জুলাই ২০২৫
চীনা স্মার্টফোন নির্মাতা মেইজু তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন মেইজু ২২-এর ঘোষণা দিয়েছে, যা বিশ্বের সবচেয়ে পাতলা স্ক্রিন বেজেল (বেজেল হলো স্ক্রিনের চারপাশের ফ্রেম বা কিনারা) নিয়ে আসছে বলে দাবি করছে। প্রতিষ্ঠানটির মতে, ফোনটির চারদিকের বেজেল মাত্র ১.২ মিলিমিটার, যা একটি অভূতপূর্ব ডিজাইন বলে দাবি করছে তারা। এটা এমন একটা ডিসপ্লে যার চারপাশের ফ্রেম সবচেয়ে পাতলা বা সরু। ফোনটিকে ছোট স্ক্রিনের ফ্ল্যাগশিপ হিসেবে প্রচার করছে মেইজু, যার প্রস্থ মাত্র ৭১ মিলিমিটার।
মেইজু ২২-এ থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ফোনটি মধ্য-গ্রীষ্মে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
তবে বেজেলের এই প্রতিযোগিতা কতটা ব্যবহারকারীর অভিজ্ঞতা বদলাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যম জিএসএমএরিনা। ১.২ মিমি বেজেলের তুলনায় ১.১ মিমি বেজেল কি সত্যিই পার্থক্য গড়বে কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মনে করে সংবাদমাধ্যমটি।
এমএএইচ