.png)

তরুণদের জন্য এআইনির্ভর অফার নিয়ে এলো বাংলালিংকের রাইজ
Published : ১৪:৫০, ৭ আগস্ট ২০২৫
দেশের তরুণ প্রজন্মই সাহস ও দৃঢ়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে যুগ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে আসছে। সম্ভাবনাময় এ তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে বাংলালিংকের এআই প্রযুক্তিনির্ভর তারুণ্যের লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ চালু করেছে বিশেষ সব অফার ও বান্ডল।
বর্তমান সময়ের তরুণদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা বিবেচনা করে গতবছর রাইজ চালু করে বাংলালিংক। পরিবর্তন আনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কণ্ঠকে ঐক্যবদ্ধ করতে প্রযুক্তির ভূমিকা উপলব্ধি করে যাত্রা শুরু করে রাইজ। তরুণদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষ করে তোলা ও অন্তর্ভুক্তির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রাইজ নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবার পাশাপাশি অত্যাধুনিক এআই টুলস নিয়ে এসেছে, যা তরুণদের শেখার ধারা ত্বরান্বিত করতে, উৎপাদনশীলতা বৃদ্ধিতে ও সৃষ্টিশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। তারা সম্ভাবনাময় শক্তি, সৃজনশীলতা ও উদ্যমের উৎস। বাংলালিংকে আমরা বিশ্বাস করি, তরুণদের শুধু কানেক্টিভিটি সেবাই নয়, পাশাপাশি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় টুলস ব্যবহারেরও সুযোগ থাকা উচিত। এ ভাবনা থেকেই আমরা রাইজ চালু করেছি।
এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, ৬ মাসের বিভিন্ন সুবিধাসহ নতুন সিম চালু করা হয়েছে, যেখানে থাকছে ৫০ জিবি ডেটা ও ৩০০ মিনিট। আরও থাকছে, টফির প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করা ও এআই প্রোডাক্টিভিটি টুল ব্যবহারের সুযোগ। এ সিমের মাধ্যমে তরুণেরা দীর্ঘমেয়াদে কানেক্টিভিটি ও বিনোদনের স্বাধীনতা উপভোগ করবেন।
এছাড়া তরুণদের চাহিদা অনুযায়ী রাইজ চালু করেছে চারটি নতুন বান্ডল, যেখানে রয়েছে ডেটা ও ভয়েস মিনিট। তরুণদের যোগাযোগ, বিনোদন ও প্রোডাক্টিভিটির চাহিদা পূরণের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে এ অফারগুলো নিয়ে আসা হয়েছে। সিম অফার ছাড়াও সম্প্রতি উন্মোচন করা বান্ডলে রয়েছে উচ্চগতির ইন্টারনেট, ভয়েস মিনিট, টফি প্রিমিয়াম উপভোগের সুযোগ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোর মত প্ল্যাটফর্মে আনলিমিটেড ডেটা কলিং-এর সুবিধা।
এমএএইচ