.png)

পদত্যাগ করলেন বেসিস প্রশাসক, বেসিস এখন শূন্য
Published : ১৬:২১, ৫ মে ২০২৫
দেশের সফটওয়্যার ও সেবা পণ্যের নির্মাতাদের সংগঠন বেসিসের প্রশাসক পদ পদত্যাগ করলেন বাংলাদেশ কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। জানা গেছে, আগামী ২০ জুলাই চাকরি জীবন থেকে তিনি অবসরে যাবেন। এই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার শেষ করে বেঁধে দেওয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন করার অক্ষমতা প্রকাশ করে পদত্যাগ করেন তিনি।
এর আগে সহায়ক কমিটি থেকে এর চেয়ারম্যান রাফেল কবির পদত্যাগ করেন। পরে বেসিসের প্রশাসক সহায়ক কমিটি বিলুপ্ত করেন।
রবিবার (৪ মে) বাণিজ্যমন্ত্রণালয়ের সচিবের কাছে এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় আইসিটি বিভাগের এই অতিরিক্ত সচিবকে। দায়িত্ব গ্রহণের পর তিনি দুই দফা সহায়ক কমিটি গঠন করেন। কিন্তু গত ৩০ এপ্রিল প্রশাসক চালিত বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান পদত্যাগ করেন।
এছাড়া গত ৩০ এপ্রিল ছিল বেসিস সচিব হাশিম আহমেদের শেষ কর্ম দিবস। গত ১ মে থেকে তিনি আর বেসিসে নেই। দীর্ঘ ১৭ বছর তিনি কাজ করেছেন বেসিসে।
এমন পরিস্থিতে বিরল শুন্যতার মুখোমুখি হলো তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এমএএইচ